Advertisement

রাতেই ক্লাব বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি পিএসজি-চেলসি

নয়াদিগন্ত

প্রকাশ: ১৬ জুলাই, ২০২৫

ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল পোস্টার |ইন্টারনেট
ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল পোস্টার |ইন্টারনেট

ফুটবল দুনিয়ার অন্যতম আসরের পর্দা নামছে আজ। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ সময় রাত ১টার দিকে মুখোমুখি হচ্ছে ইউরোপ চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও ইংলিশ ক্লাব চেলসি।

ক্লাব বিশ্বকাপের আসরে ৩২ দলের অংশগ্রহণে গত ১৫ জুন শুরু হওয়া টুর্নামেন্টের শেষ বাঁকে পা রেখেছে তারকা ভরপুর দুই দল। কোন দলের মাথায় উঠবে সেরার মুকুট সেই অপেক্ষায় এখন দুনিয়ার ফুটবল ভক্তরা।

নতুন কোচ এনজো মারেস্কার অধীনে নতুন করে গড়ে ওঠা চেলসি এবার গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল ফ্ল্যামেঙ্গো, ইএস তিউনিস এবং লস অ্যাঞ্জেলস এফসির। যদিও ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে ৩-১ গোলের পরাজয় একটি বিরাট ধাক্কা ছিল। তবে পরে আর কোনো দলই দমাতে পারেনি চেলসিকে।

নকআউট পর্বে চেলসি হারায় বেনফিকা, পালমেইরাস এবং সেমিফাইনালে ফ্লুমিনেন্সকে। এই পথ পাড়ি দিয়ে ফাইনালে পৌঁছেছে ব্লুজরা। নতুনদের নিয়ে ভরসা গড়েছেন মারেস্কা। তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রো হলেন দলের অন্যতম ভরসা, সেমিফাইনালে করেছেন জোড়া গোল। আছেন আর্জেন্টাইন উদীয়মান তারকা এনজো ফার্নান্দেজ।

পেদ্রো নেতো, কোল পালমার ও পেদ্রোর মতো ফুটবলাররা আক্রমণে এনেছেন গতি ও প্রাণ। তবে রক্ষণভাগ কিছুটা দুর্বল আছে। এই দুর্বলতাকে পাশ কাটিয়ে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অর্জন করতে হবে দুনিয়া সেরার মুকুট।

এদিকে পিএসজিতে কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পর লুইস এনরিকের নেতৃত্বে নতুনভাবে গুছিয়ে নিয়েছে নিজেদের। ২০২৪-২৫ মৌসুমে প্রথমবারের মতো জিতেছে উয়েফা চ্যাম্পিয়নস লিগ।

ক্লাব বিশ্বকাপেও চমক দেখিয়েছে তারা। নকআউট পর্বে ইন্টার মিয়ামি ও রিয়াল মাদ্রিদকে উড়িয়ে ৪-০ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে ফরাসি জায়ান্টরা। এবার দেখার পালা ফাইনালের মুখোমুখি লড়াইয়ে সেরার প্রশ্নে কে উতরে যায়।

দলের হয়ে উড়তে থাকা উসমান ডেম্বেলে, খভিচা কাভারাত্সখেলিয়া, দেজিয়ের দুয়ে ও ফাবিয়ান রুইজ মিলে তৈরি করেছেন এক বিধ্বংসী আক্রমণভাগ। চেলসির জন্য বিশেষ হুমকি হয়ে উঠতে পারেন উইংব্যাক নুনো মেন্ডেস ও আশরাফ হাকিমি। চেলসির কুকুরেল্লা, রিস জেমস বা মালো গুস্তোর জন্য হতে পারে দুর্দান্ত চ্যালেঞ্জ।

তারকা ভরপুর দুই দলের মাঠের পারফরম্যান্সেই বলে দেবে টিকে থাকার রেসে কে সেরা। তবে মাঠের সাম্প্রতিক পারফরম্যান্স ও নজর দেয়ার মতো গেইমে অনেকটা এগিয়ে পিএসজি। চেলসি যদি ফাইনালে চমক দেখাতে পারে তাহলেই বদলে যাবে ইতিহাস, যোগ হবে ফুটবল দুনিয়ায় নতুন সেরার নাম।

Lading . . .