প্রকাশ: ১৬ জুলাই, ২০২৫
খেলার নির্ধারিত সময় পার হওয়ার আগেই স্কোরলাইন বাংলাদেশ ২-২ নেপাল। অতিরিক্ত সময়ের খেলা গড়িয়েছে সাত মিনিটে। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে তৃষ্ণা রানীর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা। এতে শেষ সময়ে এক নাটকীয় জয় পেল বাংলাদেশ।
নেপালের হয়ে গোল দু’টি করেছেন আনিশা রায় ও মীনা দিউবা। দুই ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট বাংলাদেশের। আর পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে স্বাগতিকরা।
সাফ অনূর্ধ্ব-২০ প্রতিযোগিতায় নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে ৩-২ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে এক পা দিয়ে রাখল বাংলাদেশ। দলের হয়ে একটি করে গোলটি করেছেন সিনহা জাহান শিখা, মোসাম্মৎ সাগরিকা ও তৃষ্ণা রানী।
ঢাকার কিংস অ্যারেনায় নেপালের বিপক্ষে দুই পরিবর্তন নিয়ে কোচ পিটার বাটলার মাঠে নামান সাগরিকাদের। বাদ পড়েন উমহেলা মারমা ও রুপা আক্তার। দলে জায়গা করে নেন বর্ণা খাতুন ও শান্তি মার্ডি।
এই পরিবর্তনে আক্রমণে কমতি ছিল না বাংলাদেশের। খেলার ১৩ মিনিটের দিকে গোলের দেখা পায় সিনহারা। বাঁ দিক থেকে দিয়ে সাগরিকা বল নিয়ে বক্সে ঢুকে বল বাড়িয়ে দেন মুনকির কাছে। নেপালের ডিফেন্ডার গোললাইন সেভ করলেও ফিরতি বলে দুর্দান্ত এক শটে জালে পাঠান সিনহা। চলতি টুর্নামেন্টে সিনহা দেখা পায় দ্বিতীয় গোলের।
গোল হজম করে আক্রমণ বাড়ায় নেপাল। খেলার ২৭ মিনিটের দিকে নেপালের আক্রমণ ঠেকিয়ে দেয় গোলরক্ষক স্বর্ণা রানী। ঘুরে দাঁড়িয়ে এগিয়ে যায় ৩৭ মিনিটে আরো একটি গোলে এগিয়ে যায় বাংলাদেশ। আগের হ্যাটট্রিক করা সাগরিকা গোল করেন।
খেলার দ্বিতীয়ার্ধে দু’দলই নজর দেয়ার মতো আক্রণ করে। এতে ৫৬ মিনিটের দিকে উত্তেজনায় গড়িয়ে খেলায় হাতাহাতি হয়। ফলে সাগরিকা ও নেপালের সিমরানকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে। ১০ জন নিয়ে খেলা চালিয়ে যায় দু’দল।
কপাল ভালো হওয়ায় নেপাল পেয়ে যায় পেনাল্টি। আর তা জালে পাঠাতে ভুর করেনি আনিশা রায়। এরপর ৮৬ মিনিটে মীনা দেওয়ার গোলে ম্যাচটি সমতায় ফেরায় নেপাল।
খেলায় অতিরিক্ত যোগ হওয়া সাত মিনিটে দেখা দেয় নানান নাটকীয়তা। রেফারির শেষ বাঁশি বাজার আগেই ডান দিক হয়ে আক্রমণে যায় বাংলাদেশ। টানা বল নিয়ে দুর্দান্ত এক গোল করেন তৃষ্ণা রাণী। এই গোলেই জয় নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা।
এবার চার দলের খেলায় রাউন্ড-রবিন ভিত্তিক আসরে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দু’বার করে ম্যাচ খেলবে। মোট ছয় ম্যাচের এই লিগ পয়েন্ট তালিকায় শীর্ষে থাকলেই চ্যাম্পিয়ন হওয়া যাবে। এ আসরের দলগুলো হলো বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান।
পারফরম্যান্সের দিক থেকে এগিয়ে আছে বাংলাদেশ। গত বছর ভারতকে সাথে নিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিল দেশের মেয়েরা। এবার নজর হলো শিরোপার দিকে। নিজেদের মাঠে দলের সেরাটা দিয়েই শিরোপা জয়ের পথে হাঁটবে বাংলাদেশ।