শেষ ম্যাচে জয়ের ফর্মুলা বাতলে দিলেন সালাউদ্দিন, কী সেটা?

শেষ ম্যাচে জয়ের ফর্মুলা বাতলে দিলেন সালাউদ্দিন, কী সেটা?

শুরুটা ভাল হয়নি। ক্যান্ডিতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে লঙ্কানদের দাপটের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। ৭ উইকেটের ওই হার দেখে হতাশ হয়ে পড়েছিলেন অতিবড় বাংলাদেশ ভক্তও। ব্যাটিং-বোলিং আর ফিল্ডিংয়ের ওই হতশ্রী পারফরমেন্স দেখে মনেই হয়নি লিটন দাসের দল পরের ম্যাচেই ঘুরে দাঁড়াতে পারে। বরং শঙ্কা ছিল টেস্ট আর ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও এক ম্যাচ আগেই সিরিজ হেরে বসবে বাংলাদেশ।

কিন্তু ডাম্বুলায় পরের ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। অধিনায়ক লিটন দাস আর শামীম পাটোয়ারীর দায়িত্বশীল ও কার্যকর ব্যাটিং এবং দুই পেসার শরিফুল, সাইফউদ্দীন আর লেগস্পিনার রিশাদ হোসেনের সাঁড়াসি বোলিং আক্রমণে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৮৩ রানে হারিয়ে দাপটে সিরিজে ফিরেছে লিটনের দল।

ওই জয়ে এখন সিরিজ বিজয়ের সম্ভাবনা জেগেছে। টেস্ট আর ওয়ানডেতে যথাক্রমে ১-০ আর ২-১ এ সিরিজ হারের পর এখন টি-টোয়েন্টিতে ২-১ এ সিরিজ বিজয়ের হাতছানি টাইগারদের সামনে। আগামী কাল ১৬ জুলাই কলম্বোয় শেষ ম্যাচ জিতলেই সিরিজ জিতবে বাংলাদেশ।
এ ম্যাচের আগে তাই টিম ম্যানেজমেন্ট ও কোচ সালাউদ্দীনের ভাবনায় শুধু জয়ের চিন্তা।

আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে কথা বলতে এসে টাইগার হেড কোচ সালাউদ্দিন অনেক কথার ভিড়ে জানিয়ে দিলেন, ‘সিরিজটা শেষের দিকে। প্রতিপক্ষকে নিয়ে চিন্তা করার আগে শেষ ম্যাচে কী করেছি সেটি অতটা গুরুত্বপূর্ণ না। এ ম্যাচে আমরা যেন শ্রীলঙ্কাকে হারাতে পারি এই পরিকল্পনা নিয়ে নামতে হবে।’

টাইগার কোচের উপলব্ধি, সেই জয়টাই এখন তার দলের জন্য বেশি গুরুত্বপূর্ণ। সেই জয় তুলে নিতে যা যা করণীয় কোচ তা করার কথাই ভাবতে চান। তার ভাষায়, সেজন্য আমাদের যে ধরণের অস্ত্র নিয়ে নামা দরকার আমরা সেটি করব।

বাংলাদেশের হেড কোচের ধারনা, সিরিজের ২য় খেলায় তার দল যে ক্রিকেট খেলেছে, তাতে শুধু সিরিজেই ফিরে আসেনি। একটা মোমেন্টামও পেয়েছে এবং আত্মবিশ্বাসটাও ফিরে এসেছে। তাই শেষটা ভাল করার আশা কোচের।

তার ধারনা, দ্বিতীয় ম্যাচের টিম পারফরম্যান্সটাই জয়ের জন্য যথেষ্ঠ। পাশাপাশি মিডল অর্ডার ব্যাটিংটাও যাতে ভাল হয়, মিডল অর্ডারে শামীম পাটোয়ারীর মত কেউ একজন জ্বলে উঠে শেষ বলটি পর্যন্ত খেলুন, এমন প্রত্যাশা সালাউদ্দীনের।

তাই মুখে এমন কথা, সবশেষ ম্যাচ আমরা যেভাবে খেলেছি, তাতে মনে হয়েছে ছেলেরা ভালো মোমেন্টাম পেয়েছে এবং আত্মবিশ্বাসও আমাদের আছে। আশা আছে শেষটা যেন ভালোভাবে করতে পারি। আমরা ভালো খেলার চেষ্টা করব। এই মুহূর্তে নতুনভাবে ভাবনার কিছু নেই। যে পরিকল্পনা নিয়ে খেলছি সেভাবেই খেলার চেষ্টা করব। মিডল অর্ডারে ভালো করলে আমরা সফলতা পাবো।’