নিয়ম লঙ্ঘন করায় ইউরোপা লিগ থেকে বাদ ক্রিস্টাল প্যালেস
গত মৌসুমে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এফএ কাপ জিতেছিল ক্রিস্টাল প্যালেস। এটিই ছিল ১২০ বছরের ইতিহাসেম ক্লাবটির প্রথম শিরোপা। এরই মধ্য দিয়ে ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করেছিল তারা। তবে ক্রিস্টাল প্যালেসের সেই যোগ্যতা কেড়ে নিয়েছে ইউরোপ ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা উয়েফা। আগামী মৌসুমে ইউরোপা লিগের বদলে কনফারেন্স লিগে খেলবে ক্রিস্টাল প্যালেস। এমন সিদ্ধান্ত নিয়েছে উয়েফা। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে মাল্টি-ক্লাব মালিকানা সম্পর্কিত নিয়ম লঙ্ঘন। মার্কিন ব্যবসায়ী জন টেক্সটর একদিকে ক্রিস্টাল প্যালেসের মালিকানায় আংশিক অংশীদার।