লিওনেল মেসি |ইন্টারনেট

আবারো মেসির জোড়া গোল, মায়ামির টানা ৬ জয়

মেসি ছুটছেন, ছুটছেন অপ্রতিরোধ্য গতিতে। তাকে থামানোর সাধ্যি নেই যেন কারো। আরো একবার জোড়া গোল তার পায়ে, ইতিহাস করছেন আরো সুদৃঢ়। তাতে জয়ের ধারা ধরে রেখেছে মায়ামি।

ফোর্ট লডারডেলে রোববার সকালে ন্যাশভিলকে ২-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। তাতে টানা ১৫ ম্যাচ অপরাজিত থাকার পর প্রথম হারের স্বাদ পেল ন্যাশভিল।

দলের জয়ে দুই গোলের দু’টি করেছেন মেসি। এই নিয়ে মেজর লিগ সকারে (এমএলএসে) টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করলেন এই আর্জেন্টিনাইন সুপারস্টার। লিগ ইতিহাসে যেই রেকর্ড নেই আর কারো।

১৭ মিনিটে ফাউলের শিকার হয়ে ফ্রি কিক পেয়েছিলেন মেসি। সেটা কাজে লাগিয়েছেন। অসাধারণ ফ্রি-কিকে গোল করে এগিয়ে দেন মায়ামিকে। ডিফেন্ডারদের প্রাচীর ভেঙে বল জালে পাঠান মেসি।

এই গোলের মাধ্যমে ফ্রি কিকে নতুন উচ্চতায় উঠেছেন মেসি। ৬৯ ফ্রি কিক গোল নিয়ে মেসি উঠে এসেছেন চার নম্বরে। তার সামনে শুধু জুনিনিও (৭২), রবার্তো দিনামাইট (৭৫) ও মার্সেলিনো কারিওকা (৭৮)।

বিরতির পর ৪৯ মিনিটে ন্যাশভিলের হানি মুখতার দারুণ হেডে গোল করে ম্যাচে সমতা ফেরান। তবে ৬২ মিনিটে মেসি জয়সূচক গোলটা পেয়ে যান। যদিও গোলটি প্রতিপক্ষ গোলকিপারের উপহার বলা যায়।

গোলরক্ষক উইলিসের একটি ভুল পাস ধরে বল নিজের দখলে নেন মেসি। গোলরক্ষককে কাটিয়ে জাল খুঁজে বের করেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা।

এ নিয়ে এমএলএসের চলতি মৌসুমে ১৬টি গোল করলেন মেসি। ন্যাশভিলের সাম স্যারিজের সাথে যৌথভাবে প্রতিযোগিতাটির সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে অবস্থান করছেন তিনি।

এদিকে লিগে টানা ছয় ম্যাচ অপরাজিত থাকা মায়ামি এখন ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে ৫ নম্বরে আছে। ৩ ম্যাচ বেশি খেলে ৩ পয়েন্ট বেশি নিয়ে তিন নম্বরে ন্যাশভিল। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ২২ ম্যাচে ৪৩।