সংঘর্ষের সময় বিক্ষুব্ধ লোকজন দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। মঙ্গলবার দুপুরে উপজেলার নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজ চত্বরেছবি: সংগৃহীত

নালিতাবাড়ীতে কথা–কাটাকাটির জেরে কলেজে সংঘর্ষ, ছাত্রদল নেতাসহ আটক ১৮

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কথা-কাটাকাটির জেরে সংঘর্ষ ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজ চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কলেজ শাখা ছাত্রদলের সভাপতিসহ ১৮ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একাদশ শ্রেণির দুই শিক্ষার্থী খালভাঙ্গা এলাকার আমিনুল ইসলাম ও উত্তরবন্দ গ্রামের ফরহাদ মিয়ার মধ্যে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে ফরহাদের বন্ধু শাকিল প্রতিবাদ করলে আমিনুল কলেজ ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমানকে খবর দেন। এরপর মোস্তাফিজুর ও তাঁর অনুসারীরা কলেজে গিয়ে শাকিলকে মারধর ও ছুরিকাঘাত করেন। খবর পেয়ে এলাকাবাসী উত্তেজিত হয়ে পাল্টা হামলা চালান।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় বিক্ষুব্ধ লোকজন দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। পরে ছাত্রনেতারা কলেজের কার্যালয়ে আশ্রয় নেন এবং কয়েক ঘণ্টা অবরুদ্ধ থাকেন। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসানা আল আলম ও স্থানীয় নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিকেল সাড়ে চারটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় ৪ শিক্ষার্থীসহ ১৮ জনকে আটক করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

জানতে চাইলে পুলিশ কর্মকর্তা আফসানা আল আলম বলেন, হামলার ঘটনায় ১৮ জনকে আটক করা হয়েছে। এখানে শিক্ষার্থী ও বহিরাগত আছে। যাচাই-বাছাই করে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।