নেত্রকোনায় পুকুরপাড় থেকে উদ্ধার করা অজগরটি পাহাড়ে অবমুক্ত

নেত্রকোনায় পুকুরপাড় থেকে উদ্ধার করা অজগরটি পাহাড়ে অবমুক্ত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় এক গৃহস্থের পুকুরপাড় থেকে একটি অজগর উদ্ধার করেছে স্থানীয় লোকজন। পরে বন বিভাগের লোকজন আজ মঙ্গলবার দুপুরে সেটিকে সেখান থেকে উদ্ধার করে সীমান্ত এলাকায় একটি পাহাড়ে ছেড়ে দেন।

এর আগে গতকাল সোমবার বিকেলে খারনৈ ইউনিয়নের উত্তররানীগাঁও দমদমা গ্রামের মনোগিরি হাজংয়ের বাড়ির পুকুরপাড় থেকে সাপটি আটক করা হয়। সাপটির দৈর্ঘ্য অন্তত ৮ ফুট, ওজন ১২ কেজি। স্থানীয় বাসিন্দা ও বন বিভাগের লোকজনের ধারণা খাবারের সন্ধানে ভারতের মেঘালয় পাহাড় থেকে অজগরটি লোকালয়ে ঢোকে।

স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, গত সোমবার বিকেলে মনোগিরি হাজংয়ের পুকুরপাড়ে অজগর সাপটি দেখতে পান প্রতিবেশী এক ব্যক্তি। তিনি ভয় পেয়ে চিৎকার শুরু করেন। পরে স্থানীয় লোকজন কাছে এসে কৌশলে অজগরটি আটক করেন। এরপর মনোগিরি হাজংয়ের বাড়ির সামনে এনে সুপারিগাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখা হয়। সাপটিকে একনজর দেখতে উৎসুক লোকজন ভিড় জমান।

মঙ্গলবার দুপুরে বন বিভাগের লোকজন সাপটিকে উদ্ধার করে সীমান্তবর্তী লেঙ্গুরা এলাকায় একটি শালবন পাহাড়ে ছেড়ে দেন। বন বিভাগের দুর্গাপুর রেঞ্জ কর্মকর্তা মজনু প্রামাণিক বলেন, সাপটিকে উদ্ধার করে প্রাণিসম্পদ কার্যালয়ে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সাপটি সুস্থ থাকায় দুপুরে সীমান্তবর্তী একটি পাহাড়ে অবমুক্ত করে দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, খাবারের সন্ধানে সাপটি লোকালয়ে চলে আসে।