জামালপুরে ছুরিকাঘাতে গৃহবধূ খুন, স্বামী গ্রেপ্তার
প্রকাশ: ৪ জুলাই, ২০২৫

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ছুরিকাঘাতে এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, দাম্পত্য কলহের জেরে স্বামীর হাতে খুন হয়েছেন তিনি। ঘটনার পরপর তাঁর স্বামীকে বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই গৃহবধূর নাম লাভলী আক্তার (৫০)। তিনি উপজেলার নামাপাড়া গ্রামের ওয়াহেদ আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন লাভলী ও ওয়াহেদ দম্পতির মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এর জেরে গতকাল বুধবার সকালে নিজ ঘরে স্ত্রীর বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন ওয়াহেদ। পরে পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজন তাঁকে উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে লাভলীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাঁর মৃত্যু হয়েছে।
ছুরিকাঘাতের ঘটনায় গতকাল বকশীগঞ্জ থানায় মামলা হয়েছিল। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর হবে।