Advertisement

বাকেরগঞ্জে বৃদ্ধকে ঝাড়ুপেটা ও মাথায় মল দেয়ার ঘটনায় ক্ষোভ

নয়াদিগন্ত

প্রকাশ: ৭ জুলাই, ২০২৫

সাজিম হাওলাদার
সাজিম হাওলাদার

বরিশালের বাকেরগঞ্জে সত্তর বছরের এক বৃদ্ধকে ঝাড়ুপেটা ও টুপি খুলে মাথায় মল দেয়ার ঘটনা সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়ায় ক্ষোভে ফুঁসে উঠছে সাধারণ মানুষ।

এ সংক্রান্ত ভিডিওটি বৃহস্পতিবার (৩ জুলাই) সামাজিকমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি জানাজানি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ জুলাই) উপজেলার নিয়ামতি ইউনিয়নের পূর্ব কৃষ্ণনগর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

হেনস্থার শিকার লাল মিয়া হাওলাদার বাদি হয়ে বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সরেজমিনে জানা যায়, নিয়ামতি ইউনিয়নের হাসাননগর মাদরাসা সংলগ্ন সেতু থেকে কৃষ্ণনগর গ্রামের এলাকাবাসীর চলাচলের রাস্তায় ব্যক্তিগত উদ্যোগে বালু ফেলানোর কাজ শুরু হয়। গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে হাসান নগর বাজারে হাবিবুর রহমানের চায়ের দোকানে বসে ওই রাস্তায় বালু ফেলানোর টাকা প্রদানের বিষয় এলাকার লোকজনদের নিয়ে আলোচনার একপর্যায়ে একই এলাকার আব্দুর রশিদ হাওলাদারের সাথে তার কথাকাটাকাটি ও তর্কবিতর্ক হয়। ওই সময় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের দুইজনের বিষয়টি মীমাংসা করে দেয়। পরবর্তীতে ওইদিন সন্ধ্যা ৬টায় তিনি হাসান নগর বাজার থেকে বাড়িতে যাবার পথে পূর্ব কৃষ্ণনগর ওহাব মুসুল্লির বসত বাড়ির সামনে পৌঁছামাত্র পথরোধ করে আব্দুর রশিদ হাওলাদারের পুত্রবধূ রেকসোনা বেগম ও নুরবানু বেগম ঝাড়ু দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এ সময় রেকসোনার পুত্র সাজিম হাওলাদার তার মাথার টুপি খুলে পলিথিনের মধ্যে থাকা মানুষের মলমুত্র ঢেলে দেয়।

বৃদ্ধ লাল মিয়া হাওলাদার জানান, তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। গোসল ছাড়া কখনো তিনি মাথার টুপি খোলেন না। তুচ্ছ ঘটনা নিয়ে তাকে ঝাড়ুপেটা ও মাথার টুপি খুলে মলমূত্র মাথার দেয়ার ঘটনায় তিনি হতবাক ও লজ্জিত। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় তিনিসহ পরিবারের সম্মানহানি হয়েছে। প্রশাসনের কাছে তিনি ন্যায় বিচারের দাবি জানান।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, বৃদ্ধ লাল মিয়া হাওলাদারকে ঝাড়ুপেটা ও তার মাথায় মল দেয়ার বিষয় একটি লিখিত অভিযোগ পেয়েছি। মামলা রেকর্ড করে অভিযুক্তদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

Lading . . .