প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসন বহালের দাবিতে বৃহস্পতিবার দ্বিতীয় দিনে ৪৮ ঘণ্টার হরতাল পালিত হয়েছে। বিএনপি-জামায়াতসহ সর্বদলীয় কমিটির ডাকা এই হরতালে মোংলা-খুলনা, মোংলা-ঢাকা, খুলনা-বরিশাল-পটুয়াখালী, খুলনা-কাটাখালী-ঢাকা, বাগেরহাট-মাওয়া-ঢাকা ও শরণখোলা-সাইনবোর্ড-ঢাকা এই ৬টি মহাসড়কের ওপর দিয়ে চলাচলকারী ৪৮টি দূরপাল্লাসহ আন্তঃজেলা রুটে দ্বিতীয় দিনেও সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। এসব মহাসড়কের অন্তত ৩০টি পয়েন্টে টায়ার জ¦ালিয়ে ও গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পিকেটাররা। ফলে মোংলা সমুদ্র বন্দরের আমদানি-রপ্তানি পন্য সড়ক পথে পরিবহন করা যায়নি। বাগেরহাট বিসিক, মোংলা ইপিজেড, বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ জেলার সব শিল্পাঞ্চলের কলকারখানায় কোনো কাজ হয়নি। দ্বিতীয় দিনে মোংলা বন্দরসহ পুরো বাগেরহাট জেলা সারা দেশ থেকে বিচ্ছিন্ন ছিল। হরতালে জেলা শহরসহ উপজেলাগুলোতে দোকানপাট, ব্যবসা, ব্যাংক, বীমা ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বন্ধ ছিল। হরতালকারীরা জেলা, উপজেলার নির্বাচন অফিস ও জেলা প্রশাসকের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়ায় কর্মকর্তা কর্মচারীরা অফিসে ঢুকতে পারেনি। মোরেলগঞ্জে পানগুছি ও মোংলা নদীতে সড়ক বিভাগের ফেরি চলাচল বন্ধ ছিল। টানা ৪৮ ঘণ্টার হরতালের শেষ দিনে বৃহস্পতিবার বিকালে বিএনপি-জামায়াতসহ সর্বদলীয় কমিটি জেলাব্যাপী ৩ দিনের হরতালসহ ৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। সংবাদ সম্মেলনে সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক জেলা বিএনপি’র সাবেক সভাপতি এম এ সালাম জানান, ৬ দিনব্যাপী নতুন কর্মসূচির মধ্যে রয়েছে শুক্র ও শনিবার ২ দিন জেলার সব মসজিদে গণসংযোগ, রোববার জেলা-উপজেলার সব সরকারি অফিস আদালত ঘেরাও, সোমবার থেকে বুধবার টানা ৩ দিন পূর্ণদিবস হরতাল। এরমধ্যে নির্বাচন কমিশন বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসন বহালের দাবি মেনে না নিলে আরও কঠোর কর্মসূচির দেয়া হবে। গত ৩০শে জুলাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন খসড়া প্রস্তাবে বাগেরহাট জেলার ৪টি আসনের মধ্যে ১টি কমিয়ে ৩টি রাখার প্রস্তাব দেয়। এই প্রস্তাবের বিরোধিতা করে জেলার রাজনৈতিক, সামাজিক সংগঠনগুলো নির্বাচন কমিশনের শুনানিতেও অংশ নিয়ে এই প্রস্তাব বাতিলের আবেদন জানান। কিন্তু তাদের দাবিকে উপেক্ষা করে গত ৪ঠা সেপ্টেম্বর নির্বাচন কমিশন বাগেরহাটে ১টি আসন কমিয়ে ৩টি আসন রাখাসহ নিজেদের খসড়া প্রস্তাবে সম্পূর্ণ পাল্টে দিয়ে আসনের সীমানা নির্ধারণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ করে।
আরও পড়ুন