Advertisement

আগামী নির্বাচনে পুলিশ সদস্যদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির

নয়াদিগন্ত

প্রকাশ: ৫ জুলাই, ২০২৫

আগামী নির্বাচনে পুলিশ সদস্যদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির |সংগৃহীত
আগামী নির্বাচনে পুলিশ সদস্যদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির |সংগৃহীত

জুলাই আন্দোলনে শহীদ এবং ৭১ এর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম-বিপিএম পুলিশ সদস্যদেরকে আগামী জাতীয় নির্বাচনে সকল সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে নগরের রুপাতলিস্থ পুলিশ লাইন্সের ড্রিল শেডে কর্মরত সকল ইউনিটের অফিসার ও ফোর্সের সাথে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আইজিপি বাহারুল আলম বলেন, ‘৫ আগস্টের পরে অত্যন্ত ধৈর্য ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছে পুলিশ। আর ইতিহাস এই পুলিশ বাহিনীকে মনে রাখবে সেই অবদানের জন্য।’

এসময় তিনি বলেন, ‘দুর্নীতিকে প্রশ্রয় দেয়া যাবে না, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স।’ এছাড়াও তিনি পুলিশ সদস্যদের হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো, ছুটি যাওয়ার সময় মোটরসাইকেল ব্যবহার করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের পোশাক পরে ছবি/ভিডিও আপলোড করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে পুলিশ পরিচয় দেয়া থেকে বিরত থাকতে বলেন।

বিশেষ কল্যাণ সভায় আইজিপি অফিসার-ফোর্সদের সার্বিক কল্যাণ সাধন নিশ্চিতকল্পে ঝুঁকি ভাতা, আর্থিক সহায়তা, মোটরসাইকেল ক্রয়ের জন্য সুদমুক্ত লোন, চিকিৎসা, ছুটি, বেতন-রেশনসহ সার্বিক বিষয়ে সকলের সাথে মতবিনিময় করেন ও প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন।

সভার শুরুতেই জুলাই আন্দোলনে নিহত শহিদদের স্মরণে বিশেষ মোনাজাত ও দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে আইজিপি বাহারুল আলম-বিপিএমকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো: শফিকুল ইসলাম ও রেঞ্জ ডিআইজি মো: মঞ্জুর মোর্শেদ আলম সম্মাননা স্মারক দেন। এর পরেই আইজিপি বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্স ড্রিল শেড সংলগ্ন রাস্তার পাশে গাছের চারা রোপণ করেন।

পরে আইজিপি বেলা সাড়ে ৩টার দিকে বরিশাল জেলা পুলিশ লাইন্স গ্রাটিটিউট হলে বিভাগে কর্মরত বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করেন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সকল ইউনিট প্রধানগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

এসময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো: শফিকুল ইসলাম এবং রেঞ্জ ডিআইজি মো: মঞ্জুর মোর্শেদ আলম ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে আইজিপি বাহারুল আলম বরিশাল পৌঁছালে পুলিশ অফিসার্স মেস প্রাঙ্গণে তাকে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান পুলিশ কমিশনার মো: শফিকুল ইসলাম। অফিসার্স মেস প্রাঙ্গণে আইজিপিকে ওই সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে হাউজ গার্ড সালামি প্রদান করা হয়।

উল্লেখ্য, বরিশাল সফরকালে আইজিপি বরিশাল মেট্রোপলিটন পুলিশ, ১০ এপিবিএন, বরিশাল, বিভাগীয় পুলিশ হাসপাতাল, বরিশাল জেলা পুলিশ, বরিশাল, আরআরএফ, বরিশাল এই সকল ইউনিট পরিদর্শন করেন।

এ সময় বাংলাদেশ পুলিশ বরিশাল বিভাগের সকল ইউনিটের ইউনিট প্রধান ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Lading . . .