Advertisement

বেলাল সভাপতি, দুলাল সেক্রেটারি

মানবজমিন

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

১২০ বছর পর ঢাকাস্থ নোয়াখালী জেলা সমিতির দ্বিবার্ষিক নির্বাচন শনিবার অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর টিএন্ডটি স্কুল অ্যান্ড কলেজে সকাল ৯টা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ করা হয়।
নির্বাচনে দু’টি প্যানেল অংশ নেয়। সম্রাট গ্রুপের চেয়ারম্যান এম এ খান বেলাল এবং ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ও বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন সভাপতি আবদুল মাবুদ দুলালের নেতৃত্বে ৩১ সদস্যবিশিষ্ট বৈষম্যবিরোধী গণতান্ত্রিক ঐক্য পরিষদ বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। ১৮১৫ ভোটারের মধ্যে ১১০৩ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। রোববার ভোর পাঁচটায় নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
সভাপতি পদে এম এ খান বেলাল ৫৭৬ ভোট, সাধারণ সম্পাদক পদে আবদুল মাবুদ দুলাল ৬০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ১৯০৫ সালে ঢাকায় অবিভক্ত নোয়াখালী জেলা সমিতি গঠিত হয়।

আরও পড়ুন

Lading . . .