প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

আর্থিক অভাব-অনটন ও জমিসংক্রান্ত বিরোধ নিয়ে পারিবারিক কলহের জের ধরে আপন ছেলের হাতে প্রাণ হারালেন বৃদ্ধা মা। জেলার দৌলতপুর উপজেলার চক মিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে এই মর্মান্তিক হত্যাকাণ্ডটি ঘটে। নিহতের নাম করুণা রানী ভদ্র (৬২)। অভিযুক্ত ছেলের নাম রবি চন্দ্র ভদ্র (৪২)। এলাকার মানুষ ও থানা পুলিশ সূত্র জানায়, বুধবার দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে মা-ছেলের মধ্যে আর্থিক টানাপড়েন নিয়ে তীব্র তর্ক-বিতর্ক হয়। কথাকাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন ছেলে রবি চন্দ্র ভদ্র। হাতে থাকা ধারালো বঁটি দিয়ে বসতঘরের ভেতরেই মায়ের গলায় কোপ দেয় সে। মুহূর্তের মধ্যেই লুটিয়ে পড়েন করুণা রানী। পরিবারের কেউ কিছু বুঝে ওঠার আগেই মায়ের বুক চিরে বেরিয়ে যায় শেষ নিঃশ্বাস। ঘটনার পর অভিযুক্ত ছেলে পালিয়ে যায়।
নিহত করুণা রানী ভদ্র মৃত ফটিক চন্দ্র ভদ্রের স্ত্রী। পরিবারে দীর্ঘদিন ধরেই আর্থিক টানাপড়েন চলছিল। ছেলে রবির সঙ্গে মায়ের প্রায়ই ঝগড়া হতো। সেই দ্বন্দ্বই কাল হয়ে দাঁড়ালো মমতাময়ী মায়ের জন্য। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, মা করুণা ভদ্রের নামে বাড়ির ১১৪ শতাংশ জমি রয়েছে। পোস্ট অফিসে টাকা জমা আছে প্রায় ৯ লাখ টাকা। এই টাকা ও জমি লিখে দেয়ার জন্য মা’কে অনেকদিন ধরেই চাপ দিয়ে আসছিল লিভারজনিত রোগে গুরুতর অসুস্থ রবি ভদ্র। এ নিয়ে মা ও ছোট ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব দেখা দেয়। বুধবার দিন এই নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। প্রতিদিনের মতো রাতে মা করুণা ভদ্র তার ৬ বছরের নাতনিকে সঙ্গে নিয়ে ঘুমিয়ে পড়েন। পাশের রুমে স্ত্রীসহ ঘুমিয়ে ছিলেন বড় ছেলে রবি ভদ্র। থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.আর.এম আল মামুন বলেন, অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। লাশের ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
আরও পড়ুন