Advertisement

ফরিদপুরে ভারতীয় ভিসা সেন্টার স্থাপনের দাবিতে মানববন্ধন

প্রথম আলো

প্রকাশ: ৩১ মে, ২০২৪

ফরিদপুরে ভারতীয় ভিসা সেন্টার স্থাপনের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ শুক্রবার সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে।ছবি: প্রথম আলো
ফরিদপুরে ভারতীয় ভিসা সেন্টার স্থাপনের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ শুক্রবার সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে।ছবি: প্রথম আলো

নাগরিকদের দুর্ভোগ কমাতে ফরিদপুর শহরে ভারতীয় ভিসা কেন্দ্র স্থাপনের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করে ‘ফরিদপুর উন্নয়ন পরিষদ’।

মানববন্ধনের পাশাপাশি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ফরিদপুর স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ জলিল।

এ সময় বক্তারা বলেন, নানা কারণে ফরিদপুরে ভারতীয় ভিসা কেন্দ্র জরুরি প্রয়োজন হয়ে পড়েছে। কেননা ভারতীয় ভিসা কেন্দ্র চালু হলে শুধু ফরিদপুর নয়; আশপাশের জেলার অসংখ্য মানুষের সুবিধা হবে। তাঁদের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে। বর্তমানে একজনের ভিসা করতে গেলে পাঁচ থেকে সাত দিন সময় লেগে যায়। ফলে জনগণের দুর্ভোগ বাড়ে এবং আর্থিক সমস্যাসহ সময়ের অপচয় হয়। ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুরসহ আশপাশের কয়েকটি জেলার নাগরিক দুর্ভোগ কমাতে অবিলম্বে ফরিদপুরে একটি ভারতীয় ভিসা সেন্টার প্রয়োজন বলে করেন তাঁরা।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন ভাঙ্গা সরকারি কাজী মাহবুবউল্লাহ কলেজের সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী, সরকারি ইয়াছিন কলেজের সাবেক অধ্যক্ষ শিলা রানী মণ্ডল, সাবেক ব্যাংক কর্মকর্তা অশোক কুমার সিংহ রায়, ফরিদপুর নাগরিক মঞ্চের আহ্বায়ক আওলাদ হোসেন, সাংবাদিক মফিজ ইমাম, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা আবরাব নাদিম প্রমুখ।

Lading . . .