Advertisement

এইচএসসিতে নকল করার অপরাধে ১০ জনকে বহিষ্কার

প্রথম আলো

প্রকাশ: ৮ জুলাই, ২০২৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডফাইল ছবি
চট্টগ্রাম শিক্ষা বোর্ডফাইল ছবি

এইচএসসি ও সমমানের পরীক্ষায় নকল করার অপরাধে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১০ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয় পত্রের লিখিত পরীক্ষায় তাঁদের বহিষ্কার করা হয়। এর মধ্যে খাগড়াছড়িতে পাঁচজন, বান্দরবানে একজন ও চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় দুজন করে রয়েছেন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী প্রথম আলোকে বলেন, পরীক্ষাকেন্দ্রে নকল করার অপরাধে ১০ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা পরীক্ষাকেন্দ্রে নকল করছিলেন। দীঘিনালায় এক কেন্দ্র থেকে পাঁচজনকে বহিষ্কার করা হয়েছে।

চট্টগ্রাম বোর্ডের তথ্য অনুযায়ী, ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৯৯ হাজার ৫৭২ জন। এর মধ্যে উপস্থিতির সংখ্যা ৯৭ হাজার ৯২৯ জন। অনুপস্থিত ছিলেন ১ হাজার ৬৪৩ জন। এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মোট ১১৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে গত মঙ্গলবার ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার তিনজন ও রোববার বাংলা দ্বিতীয় পত্রের লিখিত পরীক্ষায় দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। চট্টগ্রাম বোর্ডে এ বছর সব মিলিয়ে ১ লাখ ২ হাজার ৯৭৫ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে চট্টগ্রাম জেলায় মোট পরীক্ষার্থী আছেন ৭১ হাজার ৯৪৭ জন। চট্টগ্রাম নগরে পরীক্ষার্থী ৪৮ হাজার ৪৮০ জন।

Lading . . .