প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৫

মুফাসসিরে কুরআন মো: আবুল কালাম আজাদ (আযহারী) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে এমফিল ডিগ্রি লাভ করেছেন।
গত ২৭ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট একাডেমিক কাউন্সিলের সুপারিশের প্রেক্ষিতে কলা অনুষদের অর্ন্তভুক্ত ইসলামিক স্টাডিজ বিভাগের অধীনে তাকে এই ডিগ্রি প্রদান করে।
তার গবেষণার বিষয় ছিল ‘মাকাসিদে শরীআহ’র আলোকে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা: প্রেক্ষিত বাংলাদেশ’।
তার তত্ত্বাবধায়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান ও ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ শামছুল আলম। গবেষণার পরীক্ষা কমিটির আহবায়ক ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইউসুফ ইবন হোছাইন।
আজাদ আযহারী ইতোপূর্বে মিসর সরকারের বৃত্তি নিয়ে আল আযহার বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে লিসান্স ডিগ্রি লাভ করেন। তাছাড়া কায়রো বিশ্ববিদ্যালয়ের বৃত্তি নিয়ে দারুল উলুম বিভাগেও পড়লেখা করেন। তিনি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে মাস্টার্সে প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করেছেন। তিনি ঢাকার যাত্রাবাড়ীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা থেকে কামিল পাশও করেন।
আজাদ আল আযহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে থেকে প্রায় সাত বছর নয়া দিগন্তের মধ্যপ্রাচ্য প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি বাগেরহাটের মোল্লারহাট উপজেলার সারুলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম মো: আক্কাস আলী ও মরহুমা ফাতিমা বেগমের ছেলে। -বিজ্ঞপ্তি
আরও পড়ুন