Advertisement

রংপুরে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার

প্রথম আলো

প্রকাশ: ৬ জুন, ২০২৪

24obnd

রংপুরের গঙ্গাচড়ায় গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী মাহবুব হাসানকে (বল্টু) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাজারের পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মাহবুব হাসানের বাড়ি উপজেলার আলমবিদিতর ইউনিয়নের ল্যাংড়ার বাজার এলাকায়। ওই বাড়ি থেকে মঙ্গলবার দুপুরে তাঁর স্ত্রী শুকতারা বেগমের (৩৫) গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ দম্পতির নবম শ্রেণিপড়ুয়া একটি ছেলে রয়েছে।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাহবুব হাসানকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে ওসি মাসুমুর রহমান বলেন, মাহবুবের মা ও ছেলে রংপুরে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। তাঁরা স্বামী-স্ত্রী দুজন বাড়িতে ছিলেন। গত মঙ্গলবার সকাল ১০টার দিকে মাহবুব একা বাড়ি থেকে বের হয়ে যান। এরপর দীর্ঘ সময় ধরে তাঁর স্ত্রী শুকতারা বাড়ির বাইরে বের হননি। প্রতিবেশীরা তাঁর খোঁজে বাড়িতে যান। তাঁরা ঘরে ঢুকে বিছানায় গলা ও হাত কাটা অবস্থায় শুকতারাকে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।

Lading . . .