‘একটি গুপ্ত সংগঠন’ ছাত্রলীগের সাথে মিলে শিক্ষার্থীদের অধিকার হরণের চেষ্টা করছে
প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে ‘একটি গুপ্ত সংগঠন’ নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাথে মিলে মব উস্কে দিয়ে শিক্ষার্থীদের সাংবিধানিক অধিকার হরণের চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম গ্রহণের শেষদিনে ছাত্রদলের মনোনয়ন প্রার্থী কয়েকজনকে বাধা দেয়া হয়েছে বলে অভিযোগ জানিয়ে সোমবার (১৮ আগস্ট) এই সংবাদ সম্মেলন করে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
সংবাদ সম্মেলনে ‘একদল শিক্ষার্থী ডাকসুকে বানচাল করার চেষ্টা করছে’ বলে অভিযোগ তোলেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।
‘মব উস্কে দিয়ে’ ছাত্রদলের শিক্ষার্থীদের মনোনয়ন ফর্ম তুলতে বাধা দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এই ঘটনায় ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও দিয়েছে বলে তারা জানিয়েছে, যেখানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান করা হয়েছে।