সিলেটে পর্যটকবাহী যানবাহনে আন্দোলনকারীদের হামলা, আটক ২
প্রকাশ: ১ জুলাই, ২০২৫
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পর্যটকবাহী অন্তত পাঁচটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। ইজারা বন্ধ থাকা পাথর কোয়ারি চালুর দাবিতে আন্দোলনরত কিছু ব্যক্তি এই ভাঙচুর করেন। আজ মঙ্গলবার বেলা সোয়া দুইটার দিকে সিলেট–কোম্পানীগঞ্জ–ভোলাগঞ্জ আঞ্চলিক মহাসড়কের থানাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
সিলেটের পাথর কোয়ারি ইজারা দিয়ে আবার চালু করা ও ক্রাশার মেশিনের বিদ্যুৎ–সংযোগ দেওয়াসহ কিছু দাবিতে সিলেট জেলা পাথরসংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক–শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে কর্মসূচি পালন শুরু হয়। এর অংশ হিসেবে গত শনিবার থেকে সিলেটের সব পাথর কোয়ারি থেকে ৪৮ ঘণ্টা লোড–আনলোডে কর্মবিরতি পালিত হয়। একই দাবিতে গতকাল সোমবার সিলেটের সব পণ্য পরিবহনের মালিক–শ্রমিকেরা কর্মবিরতি পালন শুরু করেন।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, পাথর কোয়ারি চালুর দাবিতে আজ দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে গণ–অনশন কর্মসূচি পালিত হয়। পরে কর্মসূচিতে থাকা একদল ব্যক্তি সিলেট–কোম্পানীগঞ্জ–ভোলাগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অবস্থান নেন। এ সময় সড়ক অবরোধকারী অনেকের হাতে লাঠিসোঁটা, পাইপ ও বাঁশ দেখা গেছে। তাঁরা সড়কে অবস্থান নিয়ে পরিবেশ উপদেষ্টার বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি কোয়ারি চালুর দাবি জানান।
মহাসড়কে অবস্থান নিয়ে ওই ব্যক্তিরা যাতায়াতকারী পর্যটকবাহী মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন যানবাহন চলাচলে বাধা দেন। বেলা সোয়া দুইটার দিকে সড়ক অবরোধকারীদের কয়েকজন হঠাৎ সড়ক দিয়ে চলাচলরত সাদাপাথরমুখী কিছু গাড়ির ওপর চড়াও হন। এ সময় তাঁরা হামলা চালিয়ে প্রাইভেট কার, যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশাসহ অন্তত পাঁচটি যানবাহন ভাঙচুর করেন।আন্দোলনকারীদের ধাওয়ায় আরও কিছু গাড়ি দ্রুত ঘুরিয়ে আবার ফিরতি পথে চলে যায়। প্রায় সোয়া এক ঘণ্টা ধরে অবরোধকারীরা সড়কে বসে ও দাঁড়িয়ে অবরোধ করেন। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে আন্দোলনকারীদের সেখান থেকে সরিয়ে দেয়। এ সময় গাড়ি ভাঙচুরের সঙ্গে জড়িত দুজনকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ।
ভাঙচুরের পরপরই আমিনুল ইসলাম নামের এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ করেন। এ সময় তিনি অভিযোগ করেন, তিনি পরিবার–পরিজন নিয়ে পর্যটনকেন্দ্র সাদাপাথর যাচ্ছিলেন। পথে অতর্কিতভাবে তাঁর প্রাইভেট কারে হামলা চালিয়ে কাচ ভাঙচুরের পাশাপাশি পুরো গাড়িটিকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। গাড়ির ভাঙচুর হওয়া কাচ ভেতরে থাকা যাত্রীদের শরীরেও বিদ্ধ হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ প্রথম আলোকে বলেন, কর্মসূচি চলাকালে একটি কালো প্রাইভেট কার ও একটি যাত্রীবাহী গাড়ির কাচ ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে দুজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগীরা মামলা দিলে মামলা নেওয়া হবে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে এবং আবার যান চলাচল শুরু হয়েছে।
গত ১৪ জুন প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পরিদর্শনে যান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এ সময় সৈয়দা রিজওয়ানা হাসান জানান, প্রকৃতি ও পরিবেশ রক্ষার স্বার্থে জাফলংসহ সিলেটের কোনো পাথর কোয়ারি ভবিষ্যতে ইজারা দেওয়া হবে না। অন্যদিকে অবৈধ পাথরের ব্যবসা ঠেকাতে মুহাম্মদ ফাওজুল কবির খান দ্রুততার সঙ্গে সিলেটের বিভিন্ন স্থানে থাকা পাথর ভাঙার যন্ত্রের বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন। দুই উপদেষ্টার নির্দেশনা পাওয়ার পরপরই ১৬ জুন থেকে পাথর ভাঙার যন্ত্রের বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করার কাজ শুরু করে স্থানীয় প্রশাসন।