Advertisement

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন

মানবজমিন

প্রকাশ: ১১ আগস্ট, ২০২৫

24obnd

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে গণমাধ্যমকর্মীরা। গতকাল দুপুরে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন (এনইউজে) তাদের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন। এ সময় বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, হাবিবুর রহমান বাদল, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের বর্তমান কমিটির সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রণব কৃষ্ণ রায়, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি হাবিবুর রহমান শ্যামল, সাবেক সভাপতি মাহমুদ হাসান কচি, বর্তমান সভাপতি এনামুল হক, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ শওকত এ সৈকত, ফতুল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ, বর্তমান সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, একাত্তর টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান, আমাদের সময়ের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান (সোনারগাঁ), ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জের সভাপতি ফারহানা মানিক মুনা, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য সাবিত আল হাসান, আজকের পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি শরিফুল ইসলাম তনয়, জাগো নিউজের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি আকাশ, সময়ের আলোর সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি রাশেদুল কবির খান, এশিয়ান টিভির সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ফারুক হোসেনসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা।

আরও পড়ুন

Lading . . .