জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে ভোলায় বিএনপির রক্তদান কর্মসূচি
প্রকাশ: ৬ জুলাই, ২০২৫

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলায় জেলা বিএনপির রক্তদান ও ব্লাড গ্রুপিং কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে ভোলা জেলা বিএনপির অফিসের সামনে ডক্টর’স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ড্যাব) ভোলা জেলার ব্যবস্থাপনায় স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কার্যক্রমের আয়োজন করা হয়েছে।
ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ড্যাব’র ঢাকা থেকে আগত এবং ভোলা জেলা ড্যাব’র নেতারা রক্তদান কর্মসূচি যৌথভাবে পরিচালনা করেন ।
ভোলা জেলা বিএনপি রক্তদান ও ব্লাড গ্রুপিং কার্যক্রম সার্বিকভাবে তত্ত্বাবধান করেন। এই কর্মসূচিতে রক্তদানে আগ্রহী ছাত্র-যুবকরা অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শফিউর রহমান কিরন, সদস্য সচিব মো: রাইসুল আলম, যুগ্ম-আহ্বায়ক এনামুল হকসহ আরো অনেকে।