Advertisement

ডাকসুতে শিবিরের জয়ে ১০০ সুবিধাবঞ্চিত শিশুকে রান্না করে খাওয়ালেন যুবক

যুগান্তর

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৫

ছবি: যুগান্তর
ছবি: যুগান্তর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল বিজয়ী হওয়ায় একশ সুবিধাবঞ্চিত শিশুকে খাইয়েছেন পটুয়াখালীর এক যুবক।ওই যুবকের নাম নোমান মিঠু। তিনি পটুয়াখালী জেলায় সমাজকর্মী হিসেবে পরিচিত বলে জানা গেছে।

আজ জুমার নামাজ শেষে পটুয়াখালী শহীদ আলাউদ্দিন শিশু পার্ক মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পটুয়াখালীবাসী’র সহযোগিতায় এই আয়োজন করা হয়।

নোমান মিঠু ঘোষণা দিয়েছিলেন, ডাকসুতে শিবির জয়ী হলে এক হাজার সুবিধাবঞ্চিত মানুষের জন্য খাবারের ব্যবস্থা করবেন। তার সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রথম ধাপে একশ শিশুর হাতে খাবার তুলে দেন তিনি।

নোমান মিঠু জানান, নির্বাচনী ফলাফলের পর প্রতিশ্রুতির অংশ হিসেবে তিনি নিজ হাতে রান্না করে সন্তানদের সহায়তায় খাবারের প্যাকেট তৈরি করেছেন। প্রথম ধাপে ১০০ জনের মাঝে খাবার বিতরণ করা হয়েছে, পর্যায়ক্রমে এক হাজার মানুষের জন্য এ কার্যক্রম সম্পন্ন হবে।

তিনি বলেন, শিবিরের শিক্ষার্থীরা মেধাবী। আমি বিশ্বাস করেছিলাম তারা বিজয়ী হবেন। তাই আজ নিজ হাতে রান্না করে সন্তানদের সহযোগিতায় খাবার প্যাকেট তৈরি করেছি।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু ও হল সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ২৮টি পদের মধ্যে ২৩টি পদেই জয় লাভ করে।

Lading . . .