ভোলার চারটি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মাদ রেজাউল করিম বলেছেন, বিগত ৫৩ বছর পরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ গঠনের যে সুযোগ আমরা পেয়েছি, তা কাজে লাগাতে হবে। আর না হয় ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কী দিয়ে যাব।
শনিবার (১৩ সেপ্টেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা জেলার আয়োজনে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সমাবেশে ভোলার ৪টি সংসদীয় আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এ সময় তিনি বলেন, পিআর পদ্ধতির মাধ্যমে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চায়। পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হলে দেশে ফ্যাসিস্ট তৈরি হবে। কালো টাকার ছড়াছড়ি হবে। চাঁদাবাজ, জুলুমবাজ, নির্যাতনকারী তৈরি হবে। আপনারা আর কত মায়ের বুক খালি করতে চান? পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে আবারও অনেক মায়ের বুক খালি হবে। এজন্য পিআর পদ্ধতি ছাড়া আর কোনো নির্বাচন নয়।
তিনি বলেন, আপনাদের এত ভয় কেন? পিআর পদ্ধতিতে নির্বাচন হলে এই দেশের জনগণের ভোটের অধিকার ফিরে পাবে। সব ভোটারের মূল্যায়ন হবে। আপনারা চুরি করবেন বলেই পিআর পদ্ধতি মেনে নিতে চান না। পিআর পদ্ধতি মেনে নেওয়া ছাড়া এই জাতি আর কোনো নির্বাচন করতে দেবে না। বাংলাদেশের মাটি ইসলামের ঘাঁটি। আপনাদের চালাকি এ জাতি বুঝে গেছে।
মুফতি রেজাউল করিম আরও বলেন, চব্বিশের আন্দোলনে বাংলাদেশ মুক্তির পর এক বছর অতিবাহিত হলেও যেই দাবিতে ফ্যাসিস্টমুক্ত করা হয়েছে তা আজও বাস্তবায়ন হয়নি। যার কারণে ৩ দফা দাবি বাস্তবায়নে জাতি আজ ঐক্যবদ্ধ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে, রাষ্ট্রের মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে এবং জুলাই গণহত্যার বিচার করতে হবে। আজ এ দাবিগুলো ৭০ ভাগ ভোটারের।
তিনি বলেন, আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসনও দেখেছি। এ দেশের মানুষ আর কোনো আয়না ঘর দেখতে চায় না, নির্বিচারে গুলি করে মানুষ হত্যা, নির্যাতন এবং দেশের টাকা বিদেশে পাচার হোক তাও দেখতে চায় না।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজির সভাপতিত্বে এবং ভোলা জেলা উত্তর ও দক্ষিণের সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম ও মাওলানা আব্বাস উদ্দিনের সঞ্চালনায় গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব মুফতি এসহাক মুহাম্মদ আবুল খায়ের, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় শূরার সদস্য মাওলানা মো. কাজী মামুনুর রশিদ খান।
প্রধান অতিথি সমাবেশে ভোলার ৪টি সংসদীয় আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের নাম ঘোষণা করে তাদের পরিচয় করিয়ে দেন। প্রার্থীরা হলেন— ভোলা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান বিন মোস্তফা, ভোলা-২ আসনের প্রার্থী মুফতি রেজাউল করিম, ভোলা-৩ আসনের প্রার্থী মুফতি মোসলে উদ্দিন, ভোলা-৪ আসনের প্রার্থী প্রফেসর কামাল উদ্দিন, কেন্দ্রীয় সুরার সদস্য আলাউদ্দিন তালুকদার ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলার দক্ষিণের সভাপতি মুফতি মোহাম্মদ নুরুদ্দিনসহ স্থানীয় নেতারা।