Advertisement

৩৪০ ফুট উঁচু বিদ্যুতের টাওয়ার থেকে যেভাবে নামানো হলো যুবককে

যুগান্তর

প্রকাশ: ২৭ আগস্ট, ২০২৫

24obnd

পিরোজপুরের স্বরূপকাঠিতে ৩৪০ ফুট উঁচু একটি বিদ্যুৎ টাওয়ারের চূড়ায় উঠে পাঁচ ঘণ্টা অবস্থান করেছিল একজন মানসিক ভারসাম্যহীন যুবক। এতে গোটা উপজেলায় পাঁচ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ ছিল।

ফায়ার সার্ভিস কর্মীদের শত চেষ্টা ব্যর্থ হওয়ার পর স্থানীয় চার যুবকের প্রচেষ্টায় ওই ভারসাম্যহীন যুবককে নামানো সম্ভব হয়েছে।

মানসিক ভারসাম্যহীন ওই যুবকের নাম শঙ্কর বেপারী বাহাদুর (৩৮)। তিনি উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দুর্গাকাঠি গ্রামের মৃত নিকুঞ্জর ছেলে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে পৌর এলাকার ৭নং ওয়ার্ডের ডাকবাংলো সংলগ্ন (বর্তমানে সেনাক্যাম্প) বৈদ্যুতিক টাওয়ারে। উদ্ধারকৃত ওই যুবককে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানার ডিউটি অফিসে রাখা হয়েছে।

জানা গেছে, সন্ধ্যা নদীর দুইপারের বিদ্যুৎ সংযোগের জন্য দুইটি উঁচু টাওয়ারের পূর্বপাড়ের খুঁটিতে মঙ্গলবার দুপুরে ওই যুবক উঠে পড়েন। পৌর এলাকার ৭নং ওয়ার্ডের ডাকবাংলো সংলগ্ন বৈদ্যুতিক টাওয়ারে মানসিক ভারসাম্যহীন ওই যুবক ক্রমেই টাওয়ারের চূড়ায় উঠে যায়। দুপুর ১টার সময় বিদ্যুৎ বিভাগ খবর পেয়ে সঞ্চালন লাইনে বিদ্যুৎ বন্ধ করে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে নামানোর জন্য চেষ্টা করে ব্যর্থ হন।

নেছারাবাদ (স্বরূপকাঠি) ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. মনিরুল ইসলাম জানান, দুপুর ১টার সময় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ ৫ ঘণ্টা পর স্থানীয় কিছু যুবকদের সাহসী প্রচেষ্টায় তাকে নামাতে সক্ষম হয়েছেন।

নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার এসআই মো. নাসির বলেন, তাকে থানায় নিয়ে আসা হয়েছে। ওই মানসিক ভারসাম্যহীন যুবকের পরিবারকে থানায় খবর দেওয়া হয়েছে।

নেছারাবাদ (স্বরূপকাঠি) পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. জানে আলম জানান, আমরা তাকে নামানোর জন্য ৫ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ রেখেছিলাম। যেহেতু টাওয়ার দিয়ে মেইন লাইন গেছে তাই বিদ্যুৎ লাইন বন্ধ করায় উপজেলার গোটা বিদ্যুৎ বন্ধ ছিল।

আরও পড়ুন

Lading . . .