Advertisement

কার্জন হল কেন্দ্রের তিন হলেই ভিপি পদে

বাংলানিউজটোয়েন্টিফোর

প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৫

কার্জন হল কেন্দ্রের তিন হলেই ভিপি পদে
কার্জন হল কেন্দ্রের তিন হলেই ভিপি পদে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের কার্জন হল ভোটকেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার কিছুক্ষণ পরে এই ফল ঘোষণা শুরু হয়।

ঘোষণা অনুযায়ী ফজলুল হক হলের ফলাফলে ডাকসুর ভিপি পদে আবু সাদিক কায়েম ৮৪১, আবিদুল ইসলাম ১৮১; উমামা ফাতেমা ১৫৩; শামীম হোসেন ১৪১; আবদুল কাদের ৪৭ ও বিন ইয়ামিন মোল্লা ৬ ভোট পেয়েছেন।

একই হলে জিএস পদে ফরহাদ হোসেন ৫৮৯; মেঘমল্লার বসু ৯৯; আবু বাকের মজুমদার ৩৪১ ও তানভির বারী হামিম ২২৮ ভোট পেয়েছেন।

কার্জন হল ভোটকেন্দ্রের অমর একুশে হলের ফলাফলে ডাকসুর ভিপি পদে আবু সাদিক কায়েম ৬৪৪, আবিদুল ইসলাম ১৪১; উমামা ফাতেমা ৯০; শামীম হোসেন ১১১; আবদুল কাদের ৩৬ ও বিন ইয়ামিন মোল্লা ১ ভোট পেয়েছেন।

একই হলে জিএস পদে ফরহাদ হোসেন ৪৬৬; মেঘমল্লার বসু ৮৬; আবু বাকের মজুমদার ১৪৭ ও তানভির বারী হামিম ১৮০ ভোট পেয়েছেন।

কার্জন হল ভোটকেন্দ্রে শহীদুল্লাহ হলের ফল অনুযায়ী ডাকসুর ভিপি পদে সাদিক কায়েম ৯৬৬; আবিদুল ইসলাম ১৯৯; উমামা ফাতেমা ১৪০; শামীম হোসেন ১৬১; আবদুল কাদের ৫৬ ও বিন ইয়ামিন মোল্লা ৬ ভোট পেয়েছেন।

একই হলে জিএস পদে ফরহাদ হোসেন ৭৭৩; মেঘমল্লার বসু ১২৫; আবু বাকের মজুমদার ২৪১ ও তানভির বারী হামিম ২৪৯ ভোট পেয়েছেন।

এফএইচ/এমজেএফ

Lading . . .