‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’ ও ‘রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ’ নামের প্যানেল ঘোষণা
প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ‘রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ’ এবং ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’ নামে দুইটি প্যানেল ঘোষণা করা হয়েছে।
সোমবার বিকেলে রাকসু ভবনের সামনে ‘রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ’ ১৯টি পদে ও সন্ধ্যায় পরিবহণ মার্কেটে ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’ ১৬টি পদে পৃথক সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করা হয়।
‘রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ’ প্যানেলে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর মধ্যে বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা আছেন।
অন্যদিকে ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’ প্যানেলে বামপন্থি ছাত্রসংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র গণমঞ্চ, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র ইউনিয়ন, ছাত্র যুব আন্দোলন, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের নেতাকর্মীরা আছেন।
‘রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ’ প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে আছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী মারুফ। এছাড়া সাধারণ সম্পাদক (জিএস) পদে উত্তরণ লেখক ও পাঠক সূতিকাগারের সাবেক সভাপতি আফরিন জাহান এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আল শাহরিয়ার শুভ প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই প্যানেল ঘোষণা করেন রাকসু আন্দোলন মঞ্চের সদস্য সচিব আমানুল্লাহ আমান।
অন্যদিকে ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’ প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে লড়বেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল, সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্র ইউনিয়নের (একাংশ) কোষাধ্যক্ষ কাউছার আহম্মেদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম সরকার। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি রাকিব হোসেন এই প্যানেল ঘোষণা করেন।
রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ প্যানেলের বাকি সদস্যরা কে কোন পদে
রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ প্যানেলে ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে মেহেদী হাসান মাসুম, সহ-ক্রীড়া সম্পাদক পদে রিদুয়ানুল হক ইমন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাতুল মাহমুদ, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুবতাসিন ফুয়াদ ধ্রুব, মহিলা বিষয়ক সম্পাদক আবিদা আক্তার লাবণী, তথ্য ও গবেষণা সম্পাদক গাজী ফারহান লাবিব, সহ-মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জুহাইম তামিম, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ এম যুবায়ের হাসান, বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক রমজানুল মোবারক, সহ-বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম, পরিবেশ ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এছাড়া নির্বাহী সদস্য পদে লড়বেন সজীব হোসাইন, ওয়াজিদ শিশির, মাহফুজুল ইসলাম নয়ন এবং আব্দুল হামিদ।
প্যানেল ঘোষণার আগে রাকসু আন্দোলন মঞ্চের সদস্য সচিব আমানউল্লাহ খান বলেন, ফ্যাসিবাদী শাসনতন্ত্রের পতনের পর যখন জনমনে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা প্রস্ফুটিত হচ্ছে, সেই সময়ে আমরা একটি গণতান্ত্রিক ক্যাম্পাসের কথা ভাবছি। গণতান্ত্রিক ক্যাম্পাসে সবাই তাদের রাজনৈতিক আদর্শ সম্মুখে প্রকাশ করতে পারবে, গুপ্ত রাজনীতি বলে কোনো রাজনীতি এই ক্যাম্পাসে থাকবে না। আমরা শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে পারব- এমন একটা রাকসু চাই। যেখানে কেউ নির্বাচিত প্রার্থীর সমালোচনা করতে ভয় পাবে না। এমন একটা চাওয়া থেকে রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ নামে প্যানেল গঠন করেছি।
অন্যদিকে ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’ প্যানেলের অন্য সদস্যরা হলেন- সাংস্কৃতিক সম্পাদক তারেক আশরাফ, মহিলা বিষয়ক সহ সম্পাদক শ্রেয়সী রায়, তথ্য ও গবেষণা সম্পাদক হাসান শাহরিয়ার খন্দকার আলিফ, তথ্য ও গবেষণা সহ সম্পাদক মো. সজীব আলী, সহ-মিডিয়া ও প্রকাশনা সম্পাদক ফাহিম মুনতাসির রাফিন।
এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুনতাসির তাসিন, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রিসার্চ চাকমা, পরিবেশ ও সমাজসেবা বিষয়ক সম্পাদক আজমাইন আতিক, সহ-পরিবেশ ও সমাজ সেবা সম্পাদক শামীন ত্রিপুরা।
নির্বাহী সদস্য পদে লড়বেন আসাদ সাদিক রাফি, আহমেদ ইমতিয়াজ সৈকত, মো. সাজ্জাদ শেখ ও মো. জুনায়েদ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাকিব হোসেন বলেন, ছাত্র সংসদ নির্বাচনে গালভরা প্রতিশ্রুতি দিতে আমরা আগ্রহী নই। তার চেয়ে আমরা শিক্ষার্থীদের গণতান্ত্রিক ক্ষমতা প্রতিষ্ঠার দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। কারণ ফ্যাসিস্ট ক্ষমতাধরদের অধীনে জিম্মি জীবন আমরা ভুলে যেতে পারি না।
আরও পড়ুন