Advertisement

ডাকসু নির্বাচনে ভূমিধস জয়ের পথে ছাত্রশিবির

যুগান্তর

প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৫

ফাইল ছবি
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভূমিধস জয়ের পথে রয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা।

এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ডাকসুর ভিপি পদে বিশাল ব্যবধানে বিজয়ী হতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলোচিত জুলাই যুদ্ধা সাদিক কায়েম। তিনি পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন মাত্র ৫ হাজার ৬৫৮ভোট। এছাড়া উমামা ফাতেমা পেয়েছেন ২ হাজার ৫৪৯ ভোট ও আবদুল কাদের পেয়েছেন ৬৬৮ভোট।

জিএস পদে ১০টি হলের ফলাফলে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এসএম ফরহাদ পেয়েছেন ১০ হাজার ৭৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তানভীর হামিম পেয়েছেন ৫হাজার ২৮৩ ভোট। মেঘমল্লার বসু পেয়েছেন ৪ হাজার ৬৪৫ ভোট। ওই পদে আরেকপ্রার্থী আবু বাকের মজুমদার পেয়েছেন ৮৪৫ ভোট।

এজিএস পদে ১০টি হলের ফলাফলে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী মহিউদ্দিন খান মহি পেয়েছেন ৫ হাজার ১৪০ । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তানভীর মায়েদ পেয়েছেন ৩ হাজার ২৭১ ভোট।

এছাড়া আন্তর্জাতিক সম্পাদক পদে জুলাইয়ে চোখ হারানো খান মোহাম্মদ জসিম, এছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে আলোচিত ফাতিমা তাসনিম জুমা বিশাল ব্যবধানে জয়ী হচ্ছেন।

এদিকে ডাকসুর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আলোচিত প্রার্থী সর্ব মিত্র চাকমা, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে ছালমা, জয়ের পথে রয়েছেন।

তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জুলাইয়ের অন্যতম মুখ সানজিদা আহমেদ তন্বী ডাকসুর গবেষণা ও প্রকাশনা সম্পাদক ও সংস্কৃতি সম্পাদক পদে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ জয়ী হচ্ছেন।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এ নির্বাচনে গড়ে প্রায় ৭৮ দশমিক ৩৩ শতাংশ ভোট পড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ভোট পড়েছে বিজয় একাত্তর হলে ৮৩ শতাংশ, জগন্নাথ হলে ৮৩ শতাংশ, মুহসীন হলে ৮৩ দশমিক ৫ শতাংশ, কার্জন হলে ৮০ শতাংশ, সার্জেন্ট জহুরুল হক হলে ৮৪ দশমিক ৪৬ শতাংশ, স্যার সলিমুল্লাহ মুসলিম হলে ৮২ দশমিক ৮৩ শতাংশ, সূর্যসেন হলে ৮৭ দশমিক ৮৫ শতাংশ, জসিমউদ্দীন হলে ৭৮ শতাংশ, জিয়া হলে ৭৫ শতাংশ, শেখ মুজিব হলে ৮৬ দশমিক ৫৭ শতাংশ, উদয়ন স্কুলে ৮৫ শতাংশ, টিএসসিতে ৬৯ শতাংশ ও ল্যাবরেটরি স্কুলে ৬৩ দশমিক ২৫ শতাংশ।

এবারের ডাকসু নির্বাচনে ভোটাররা আটটি কেন্দ্রে ৮১০টি বুথে ভোট প্রদান করেন। এবার ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৭১ জন। আর ১৮টি হল সংসদে নির্বাচন হবে ১৩টি করে পদে। হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন এক হাজার ৩৫ জন। সব মিলিয়ে এবার ভোটারদের ৪১টি ভোট দিতে হয়।

Lading . . .