বাংলানিউজটোয়েন্টিফোর
প্রকাশ: ২ জুলাই, ২০২৫

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই বিস্ফোরণ ঘটে।
এর আগে গত ১৬ জুন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সামনে থেকে ৭টি ককটেল উদ্ধার করা হয়। এদিন ভোরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পকেট গেটের পাশে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ।
এ ঘটনায় বাংলাদেশের গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতাকর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ করেছেন। এ সময় তারা ক্যাম্পাসকে অনিরাপদ করে ডাকসু বানচাল করা যাবে না বলে স্লোগান দেন।
এফএইচ/এএটি