Advertisement
  • হোম
  • শিক্ষা
  • ডাকসু নির্বাচনে তিন স্তরের নিরাপত্তা, থাকবে সেনা স...

ডাকসু নির্বাচনে তিন স্তরের নিরাপত্তা, থাকবে সেনা স্ট্রাইকিং ফোর্স

ভোরের কাগজ

প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৫

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আগামী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে থাকবে তিন স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ভোটের দিন ক্যাম্পাস সুরক্ষায় সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হবে।

একইসঙ্গে বহিরাগতদের ব্যাপারে শূন্য সহনশীলতার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রার্থীদের নিয়ে আয়োজিত সভায় চিফ রিটার্নিং অফিসার প্রফেসর ড. মোহাম্মদ জসীম উদ্দিন আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণার সূচনা ঘোষণা করেন। সভায় উপস্থিত ছিলেন অন্য রিটার্নিং কর্মকর্তারাও।

আরো পড়ুন : ডাকসুর প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা

সভায় রিটার্নিং কর্মকর্তা প্রফেসর ড. গোলাম রব্বানী জানান, ভোটের দিন প্রথম স্তরে ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবে প্রক্টরিয়াল বডি ও বিএনসিসি সদস্যরা। দ্বিতীয় স্তরে থাকবে পুলিশ এবং তৃতীয় স্তরে নির্দিষ্ট প্রবেশপথে সেনাবাহিনী মোতায়েন থাকবে। তারা সারাদিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে এবং ভোট শেষে ব্যালট সুরক্ষার দায়িত্ব পালন করবে।

বহিরাগতদের বিষয়ে তিনি বলেন, ভোটের সাত দিন আগে থেকেই হলে বহিরাগত কেউ থাকতে পারবে না। হাউস টিউটর ও প্রভোস্টরা বিষয়টি নিশ্চিত করবেন। নোটিশ ছাড়াই পরিদর্শন চালানো হবে। ভোটের দিন পুরো ক্যাম্পাস সিলগালা থাকবে এবং শুধুমাত্র বৈধ ভোটারদের প্রবেশের সুযোগ দেওয়া হবে। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেট্রোরেল স্টেশনও বন্ধ থাকবে।

তিনি আরো জানান, অনাবাসিক শিক্ষার্থীদের সুবিধার্থে ভোটের দিনে বিশ্ববিদ্যালয়ের পরিবহনে অতিরিক্ত ট্রিপ দেওয়া হবে। পাশাপাশি ডিএমপি কমিশনারকে অনুরোধ করা হয়েছে যাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবাহী যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারে।

রিটার্নিং কর্মকর্তাদের সভায় সিদ্ধান্ত হয়, ৮ সেপ্টেম্বর বিকেল থেকে এবং ৯ সেপ্টেম্বর সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে। একইসঙ্গে হলে কোনো বহিরাগত অবস্থান করতে পারবে না।

সভায় আরেক রিটার্নিং কর্মকর্তা প্রফেসর ড. কাজী মারুফুল ইসলাম সতর্ক করে বলেন, মুক্তিযুদ্ধ ও ১৯৭১-এর শহীদদের অবমাননা করে কোনো ধরনের প্রচারণা চালাতে পারবেন না প্রার্থীরা।

Lading . . .