তুরস্কের আতাতুর্ক বিশ্ববিদ্যালয় ও রাবিপ্রবির মধ্যে সহযোগিতা চুক্তি
প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

শিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে চুক্তি করেছে তুরস্কের আতাতুর্ক বিশ্ববিদ্যালয় ও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। উভয় প্রতিষ্ঠানের মধ্যে স্বাক্ষরিত এই সমঝোতা স্মারক অনুযায়ী শিক্ষক-শিক্ষার্থী বিনিময়সহ বিভিন্ন একাডেমিক ও গবেষণামূলক কার্যক্রম যৌথভাবে পরিচালিত হবে।
চুক্তিতে বলা হয়েছে, পারস্পরিক সম্মতির ভিত্তিতে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, সেমিনার, প্রকাশনা বিনিময় এবং বিশেষ স্বল্পমেয়াদী একাডেমিক কর্মসূচি আয়োজন করবে। একই সঙ্গে ডিগ্রিপ্রত্যাশী শিক্ষার্থীদের জন্য সেমিস্টার ও এক বছরের বিদেশে অধ্যয়ন কর্মসূচির সুযোগ তৈরি হবে। এসব কর্মসূচি থেকে অর্জিত ক্রেডিট ও সনদ উভয় প্রতিষ্ঠানে কার্যকর থাকবে।
চুক্তির আওতায় শিক্ষকরা গবেষণা, বক্তৃতা ও একাডেমিক আলোচনার জন্য বিনিময় হবেন। উন্নত স্নাতক ও পেশাগত শিক্ষার্থীরাও যৌথ বা স্বতন্ত্র গবেষণায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। প্রতিটি বিশ্ববিদ্যালয় একজন করে লিয়াজোঁ কর্মকর্তা নিয়োগ দেবে, যিনি এসব কার্যক্রমের সমন্বয় করবেন।
চুক্তির মেয়াদ পাঁচ বছর, যা উভয় পক্ষের সম্মতিতে নবায়নযোগ্য। তবে কোনো পক্ষ চাইলে ছয় মাসের লিখিত নোটিশ দিয়ে এটি বাতিল করতে পারবে। চিঠিপত্র বিনিময়ের মাধ্যমে প্রয়োজনীয় সংশোধনীও আনা যাবে।