Advertisement
  • হোম
  • শিক্ষা
  • বৃষ্টিতে কোথাও ভোট কম, কোথাও স্বাভাবিক উপস্থিতি

বৃষ্টিতে কোথাও ভোট কম, কোথাও স্বাভাবিক উপস্থিতি

যুগান্তর

প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে একযোগে ভোটগ্রহণ শুরু হয়।

ভোটের দিন সকাল থেকেই ক্যাম্পাসে বৃষ্টি থাকায় বাইরে থাকা শিক্ষার্থীরা ভোটকেন্দ্রে যেতে ভোগান্তিতে পড়লেও হলে অবস্থানরত শিক্ষার্থীরা তুলনামূলকভাবে নির্বিঘ্নে ভোট দিতে পারছেন। প্রথম তিন ঘণ্টায় কোথাও ভোটগ্রহণ স্বাভাবিক থাকলেও, কিছু হলে ভোটের গতি কম লক্ষ্য করা গেছে।

আ ফ ম কামাল উদ্দিন হলের রিটার্নিং কর্মকর্তা শিবলি নোমান জানান, এ হলে মোট ভোটার ৩৩৩ জন। দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ৬০টি।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট আব্দুর রাজ্জাক বলেন, এ হলে ভোটার সংখ্যা ৯৯২ জন। প্রথম তিন ঘণ্টায় ভোট পড়েছে ২৫০টি।

মীর মশাররফ হোসেন হলের পোলিং অফিসার বশিরুজ্জামান জানান, মোট ৪৬৪ ভোটারের মধ্যে দুপুর ১২টা পর্যন্ত ভোট দিয়েছেন ১০৫ জন।

অপরদিকে আল বেরুনি হলের রিটার্নিং কর্মকর্তা মিরাজ রহমান খান বলেন, এ হলে ২১০ জন ভোটারের মধ্যে ৫০ জন ভোট দিয়েছেন।

মাওলানা ভাসানী হলের রিটার্নিং কর্মকর্তা কাজী মোহাম্মদ মহসিন জানান, এ হলে মোট ভোটার ৫১৪ জন। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভোট দিয়েছেন ১৭০ জন।

Lading . . .