Advertisement
  • হোম
  • শিক্ষা
  • এমপিওভুক্ত ৬ লাখের বেশি শিক্ষক-কর্মচারীর জন্য বড় স...

এমপিওভুক্ত ৬ লাখের বেশি শিক্ষক-কর্মচারীর জন্য বড় সুখবর

ভোরের কাগজ

প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৫

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত ৬ লাখের বেশি শিক্ষক ও কর্মচারীকে অবসরের ছয় মাসের মধ্যেই অবসরকালীন সুবিধা দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত ১৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ রায় দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট ছিদ্দিক উল্যাহ মিয়া।

তিনি জানান, গত বছরের ২২ ফেব্রুয়ারি হাইকোর্ট অবসরের ছয় মাসের মধ্যে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের অবসরকালীন সুবিধা প্রদানের নির্দেশ দিয়েছিলেন। পূর্ণাঙ্গ রায় প্রকাশের ফলে প্রায় ৬ লাখ শিক্ষক-কর্মচারীর দীর্ঘদিনের ভোগান্তি কমবে।

আরো পড়ুন : শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠানে অচলাবস্থার সমাধান হবে: শিক্ষা উপদেষ্টা

রায়ের পেছনের প্রেক্ষাপট তুলে ধরে আইনজীবী বলেন, ২০১৯ সালে শিক্ষক-কর্মচারীরা একটি রিট দায়ের করেন। তাতে উল্লেখ করা হয়, ২০১৭ সাল পর্যন্ত তাদের বেতন থেকে ৬ শতাংশ কেটে রাখা হলেও অবসরে সেই অর্থ সুবিধা হিসেবে দেওয়া হতো। কিন্তু পরে শিক্ষা মন্ত্রণালয় ১০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নিলেও আগের ৬ শতাংশ সুবিধাই বহাল থাকে। এ কারণে বাড়তি ৪ শতাংশের সুবিধা দাবি করে রিট করা হয়।

দীর্ঘ শুনানি শেষে আদালত রুল জারি করেন এবং রায়ে স্পষ্ট করেন, ১০ শতাংশ কেটে নিলে বাড়তি সুবিধা দিতে হবে। পাশাপাশি অবসরের ছয় মাসের মধ্যে অবসরকালীন সুবিধা নিশ্চিত করারও নির্দেশ দেন হাইকোর্ট।

উল্লেখ্য, ২০১৯ সালের ১৫ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে শিক্ষক ও কর্মচারীরা হাইকোর্টে রিট পিটিশন করেছিলেন।

Lading . . .