Advertisement
  • হোম
  • শিক্ষা
  • ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ই...

ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

যুগান্তর

প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

ছবি: যুগান্তর
ছবি: যুগান্তর

ঢাকায় প্রকৌশলীদের অধিকার নিশ্চিতের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় ক্যাম্পাসের জিয়া মোড় থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় শিক্ষার্থীরা ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘জনে জনে খবর দে, ডিপ্লোমা কোটার কবর দে’, ‘ওয়ান টু থ্রি ফোর, ডিপ্লোমা কোটা নো মোর’, ‘সবার মুখে এক বয়ান, ডিপ্লোমারা টেকনিশিয়ান’সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, গণঅভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও সরকার স্বৈরাচারের বিচার করতে পারেনি। অথচ যেই ছাত্রদের রক্তের উপর দিয়ে সরকার গঠিত হয়েছে সেই ছাত্রদেরকে আবার রক্তাক্ত করা হলো। আমাদের তিন দফা দাবিতে ঢাকায় শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের ন্যাক্কারজনক হামলার বিচার চাই। স্বরাষ্ট্র ও শিক্ষা উপদেষ্টাকে এই হামলার জন্য জবাবদিহি করতে হবে।

শিক্ষার্থীরা আরও বলেন, একদিকে আমার ভাইদেরকে রক্তাক্ত করা হচ্ছে অন্যদিকে ডিপ্লোমারা আবার কোটা রেখে দেওয়ার জন্য গাজীপুরে সড়ক অবরোধ করছে। যদি কোটা রাখতেই হয় তাহলে চব্বিশের গণঅভ্যুত্থান কেন হয়েছিল? যেভাবেই হোক এই কোটা প্রথা বাতিল করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের ন্যায্য তিন দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানাই। তিন দফা দাবি বাস্তবায়ন ও হামলার বিচার না হলে পরিস্থিতি ভয়াবহ হবে।

তিন দফা দাবিগুলো হলো, সহকারী প্রকৌশলী (নবম গ্রেড) পদে কেবলমাত্র ন্যূনতম বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের নিয়োগ দিতে হবে, উপ-সহকারী প্রকৌশলী (দশম গ্রেড) পদে ন্যূনতম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পাশাপাশি বিএসসি গ্র্যাজুয়েটদের সুযোগ রাখতে হবে এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ প্রকৌশলী পদবি ব্যবহার করতে পারবে না এর জন্য আইনি ব্যবস্থা নিতে হবে।

Lading . . .