প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় কোটায় পূরণযোগ্য সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার (১০ম গ্রেড) পদের প্রার্থীদের বাছাই পরীক্ষার (এমসিকিউ ধরনের) তারিখ পরিবর্তন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৬ সেপ্টেম্বর পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনের তারিখ নির্ধারিত হওয়ায় সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার (১০ম গ্রেড) পদের প্রার্থীদের এমসিকিউ ধরনের বাছাই পরীক্ষা ৬ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ১২ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
পরীক্ষার পুনর্নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী আসন বিন্যাস ও প্রয়োজনীয় নির্দেশনা পরবর্তী সময়ে দৈনিক পত্রিকা ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এমআইএইচ/আরএইচ