Advertisement

বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে ব্রাজিলের লজ্জার রেকর্ড

দৈনিক সংগ্রাম

প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

বলিভিয়ার বিপক্ষে হার দিয়ে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব শেষ করেছে ব্রাজিল। মঙ্গলবার রাতে এল আল্টোর উচ্চভূমিতে স্বাগতিকদের কাছে ১-০ গোলে হেরে দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে পঞ্চম স্থানে থেকে শেষ করেছে সেলেসাওরা। এই হারে বিব্রত এক রেকর্ডেও নাম লিখিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্বকাপ বাছাইপর্বে ১৮ ম্যাচে ৮ জয়, ৪ ড্র আর ৬ হারের পর ব্রাজিলের সংগ্রহ দাঁড়ায় ২৮ পয়েন্ট। এত কম পয়েন্ট ব্রাজিল আগে কখনো পায়নি। এর আগে সবচেয়ে বাজে পারফরম্যান্স ছিল ২০০২ বিশ্বকাপের আগে, যখন তারা ৩০ পয়েন্ট তুলতে পেরেছিল। তবে সেবারও শেষ পর্যন্ত বিশ্বকাপ জিতেছিল সেলেসাওরা।

২০২২ সালে কাতার বিশ্বকাপের পর ব্রাজিলের কোচ পদ থেকে সরে দাঁড়ান তিতে। এরপর তিন ভিন্ন কোচের অধীনে খেলতে হয়েছে ব্রাজিলকে ফার্নান্দো দিনিজ, দরিভাল জুনিয়র এবং কার্লো আনচেলত্তি। তবুও পারফরম্যান্সে স্থিতি আসেনি। বাছাইপর্বে তাদের সাফল্যের হার মাত্র ৫১ শতাংশ যা সবচেয়ে খারাপ। মার্চে আর্জেন্টিনার কাছে ৪-১ গোলের লজ্জাজনক হার ছিল বাছাইপর্বে তাদের সবচেয়ে বড় পরাজয়। সেটিই ছিল ইতিহাসে প্রথমবার ঘরের মাঠে হারার অভিজ্ঞতা। তবে হতাশাজনক বাছাইপর্ব সত্ত্বেও ব্রাজিল বিশ্বকাপে শীর্ষ বাছাই দল হিসেবে খেলবে। কারণ ফিফা র‌্যাঙ্কিংয়ে তারা এখনো সেরা নয়টির মধ্যে রয়েছে। প্রসঙ্গত, প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপ। নতুন ফরম্যাট অনুসারে সরাসরি বিশ্বকাপে উঠতে ব্রাজিলকে কোনো বেগ পেতে হয়নি। আগের ফরম্যাট অনুযায়ী পঞ্চম স্থানে থাকলে প্লে-অফ খেলতে হতো কার্লো আনচেলত্তির শিষ্যদের।

আরও পড়ুন

Lading . . .