Advertisement

UCL-এ প্রথম দিনেই নামছে রিয়াল-আর্সেনাল-জুভেন্তাস, নজরে কোন কোন ম্যাচ?

এই সময়

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫

UCL-এ প্রথম দিনে নজরে কোন কোন ম্যাচ?,Ei Samay,
UCL-এ প্রথম দিনে নজরে কোন কোন ম্যাচ?,Ei Samay,

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। ইউরোপিয়ান ফুটবলের এই মেগা টুর্নামেন্ট দেখার জন্য এতদিন অপেক্ষা করছিলেন ফুটবলপ্রেমীরা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। প্রথম দিনেই নামছে রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, জুভেন্তাস, বরুশিয়া ডর্টমুন্ডের মতো ক্লাবগুলি। প্রথম সুযোগ পাওয়া পাফোস এফসিরও যাত্রা শুরু হবে মঙ্গলবারই। নামবে আতলেতিক বিলবাও, টটেনহ্যামও। দেখে নিন নজরে থাকবে কোন কোন ম্যাচ।

রিয়াল মাদ্রিদ বনাম মার্সেই

চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে নামবে রিয়াল মাদ্রিদ। প্রথম ম্যাচে রিয়ালের প্রতিপক্ষ ফরাসি ক্লাব মার্সেই। ইতালিয়ান কোচ রবার্তো ডে জার্বির কোচিংয়ে রিয়ালকে কড়া টক্কর দিতে পারে তারা। দলে রয়েছেন পিয়েরে এমেরিক অবামেয়াংয়ের মতো তারকা স্ট্রাইকার। ম্যাসন গ্রিনউড, টিমোথি উইয়া, আমিনি গৌরির মতো তরুণ ফুটবলাররাও ম্যাচে ফারাক গড়ে দিতে পারেন।

🔄⚽💥 pic.twitter.com/CBWjhC94Ju

জ়াবি আলন্সোর চ্যালেঞ্জ রিয়ালকে ছন্দে ফেরানোর। এ বার ট্রেন্ট আলেকজ়ান্ডার আর্নল্ড, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, ডিন হাউসেনদের দলে নিয়েছে তারা। এখন দেখার এমবাপে-ভিনিরা প্রথম ম্যাচে জয় পায় কি না।

Gearing up for Athletic Club 💪

📍 Sobha Realty Training Centre pic.twitter.com/XTqhJYy0CU

আর্সেনাল বনাম আতলেতিক বিলবাও

প্রিমিয়ার লিগে ভালো ছন্দে আছে আর্সেনাল। তারকা স্ট্রাইকার ভিক্টর গেয়োকেরেসকে সই করিয়েছে তারা। দলে রয়েছেন মিকেল মেরিনো, ডেক্লান রাইস, এবেরেচি এজেদের মতো তারকারা। গত মরশুমে শেষ চারে গিয়েও খেতাব হাতছাড়া হয়েছিল আর্সেনালের। তাই এই মরশুমে ঘুরে দাঁড়াতে মরিয়া।

প্রথম ম্যাচে আর্সেনালের প্রতিপক্ষ আতলেতিক বিলবাও। গত মরশুমে লা লিগা ও ইউরোপায় ভালো ছন্দে ছিল তারা। নজর থাকবে দুই ভাই নিকো উইলিয়ামস ও ইনাকি উইলিয়ামসের উপরেও।

A post shared by Juventus (@juventus)

জুভেন্তাস বনাম বরুশিয়া ডর্টমুন্ড

ইতালির এবং জার্মানির এই দুই বড় ক্লাব নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে মঙ্গলবার। দুই দলই গত মরশুমে ভালো পারফর্ম করেছে ঘরোয়া লিগে। ডর্টমুন্ডের হয়ে নজরে থাকবেন তরুণ ফুটবলার জোবে বেলিংহ্যাম। গত মরশুমে দারুণ খেলা সেরৌ গিরেসি, করিম আদেয়ামিরা বড় ভরসা আক্রমণে।

অন্য দিকে জুভেন্তাসের হয়ে নজরে থাকবেন ভ্লাহোভিচ, থুরাম, কনসেইকাওরা। সম্প্রতি ইন্তার মিলানকে ৪-৩ গোলে হারিয়েছে জুভেন্তাস। দারুণ ফর্মে আছেন থুরাম। তাই হাড্ডাহাড্ডি ম্যাচের আশায় ফুটবলপ্রেমীরা।

Ready to make his UCL debut! 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿🤩 pic.twitter.com/D4F93BQcF6

টটেনহ্যাম বনাম বিয়ারিয়াল

প্রিমিয়ার লিগে ভালো ছন্দে রয়েছে টটেনহ্যাম। নতুন কোচ থমাস ফ্র্যাঙ্কের কোচিংয়ে এ বার শুরুটা ভালো করেছে তারা। সন হিউং মিন দল ছাড়লেও যথেষ্ট শক্তিশালী দল গড়েছে টটেনহ্যাম। জোয়াও পালহিনিয়া, মোহামেদ কুদ্দুস, জ়াভি সিমন্স, রিচার্লিসনরা ভরসা দিচ্ছেন দলকে। মিকি ভ্যান ডি ভান, ক্রিস্তিয়ান রোমেরোরা বড় ভরসা ইংল্যান্ডের এই ক্লাবের।

সেই অর্থে তারকা ফুটবলার কেউ নেই স্প্যানিশ ক্লাব বিয়ারিয়ালে। তবে দানি পারেয়ো বড় ভরসা মাঝমাঠে। আর্সেনালের প্রাক্তনী থমাস পার্টি, নিকোলাস পেপেরাও ম্যাচে ফারাক গড়ে দিতে পারেন।

Not just a wall at the back 😏 pic.twitter.com/iIt6sSl3kS

অন্য ম্যাচে বেনফিকা খেলবে কারাবাগ এফকের বিরুদ্ধে। নজরে থাকবে সাইপ্রাসের ক্লাব পাফোস এফসি। মাত্র ১১ বছরের এই ক্লাব প্রথম খেলার সুযোগ পেয়েছে চ্যাম্পিয়ন্স লিগে। তাদের হয়ে খেলতে পারেন ব্রাজ়িলের তারকা ফুটবলার দাবিদ লুইজ়ও। গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসের বিরুদ্ধে নামবে তারা।

UEFA Champions League

আর একটি ম্যাচে নরওয়ের ক্লাব বোদো/গ্লিমট মুখোমুখি হবে চেক ক্লাব স্লাভিয়া প্রাহার। প্রথম দিনের আর একটি ম্যাচে ডাচ ক্লাব PSV নামবে বেলজিয়ামের ক্লাব ইউনিয়ন সাঁ-গিলোইসের বিরুদ্ধে।

Lading . . .