নিজেদের শেষ ম্যাচে আজ মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৫

আজ বুধবার শেষ হচ্ছে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্ব। এই অঞ্চল থেকে ইতোমধ্যে ছয়টি দল বিশ্বকাপ নিশ্চিত করেছে। সপ্তম হয়ে প্লে-অফে যাওয়ার জন্য ভেনেজুয়েলা ও বলিভিয়ার মধ্য তীব্র লড়াই চলছে। তাই ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি বলিভিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি পুরোপুরি নিয়ম রক্ষার।আর্জেন্টিনা ও ইকুয়েডরের বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেছে আরও আগে, তার ওপর খেলবেন না লিওনেল মেসি। আজ ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ নিয়ে খুব একটা আগ্রহ নেই ফুটবলপ্রেমীদের। বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায় এই ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ইতি টানবে দুই দল। আর্জেন্টিনা আছে লাতিন অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষে, ইকুয়েডর চতুর্থ স্থানে। আর্জেন্টিনা হেরে গেলেও তাদের ধরতে পারবে না কেউ। এ ম্যাচে মেসির বদলে শুরুর একাদশে নামবেন ইন্টার মিলান ফরোয়ার্ড লাওতারো মার্টিনেজ। আর চার হলুদ কার্ডের খাড়ায় পড়া টটেনহ্যাম ডিফেন্ডার রোমেরোর বদলে নামবেন লিওনার্দো বেলেরদি। তবে গুরুত্বহীন হলেও জয় দিয়ে বিশ্বকাপ বাছাই শেষ করতে চাইবে আর্জেন্টিনা।
বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাওয়ায় লাতিনের আরেক জায়ান্ট ব্রাজিলের জন্যও ম্যাচটি নিয়ম রক্ষার। তবে ব্রাজিল বস কার্লো আনচেলত্তির জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ। কারণ তিনি ব্রাজিল দল গড়ে তোলার কাজ করছেন। এ ম্যাচে আরও কজনকে পরখ করে নেবেন। সে লক্ষ্যেই লুকাস পাকেতা, রিচার্লিসন, আন্দ্রে সান্তোসসহ বেশ কজনকে শুরুর একাদশে দেখা যেতে পারে। আর তাদের প্রতিপক্ষ বলিভিয়ার জন্য তো ম্যাচটি বাঁচা-মরার। বুধবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হতে যাওয়া ম্যাচে ব্রাজিলকে হারাতে পারলে তারা সপ্তম হয়ে প্লে-অফে জায়গা করে নিতে পারে। এজন্য অবশ্য তাদের চেয়ে ১ পয়েন্ট এগিয়ে থাকা ভেনেজুয়েলাকে পয়েন্ট হারাতে হবে। ভেনেজুয়েলার প্রতিপক্ষ বিশ্বকাপ নিশ্চিত করা কলম্বিয়া। ইন্টারনেট
আরও পড়ুন