প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটিকে হারাল টটেনহ্যাম, বড় জয় চেলসির
প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫

এই সময়: পেপ গুয়ার্দিওলাকে প্রিমিয়ার লিগের শুরুতেই বড় ধাক্কা দিল টটেনহ্যাম। শনিবার ভারতীয় সময় সন্ধের ম্যাচে ম্যানচেস্টার সিটিকে তাদের ঘরের মাঠে ২–০ হারাল টমাস ফ্র্যাঙ্কের টিম। টটেনহ্যামে নতুন কোচ হয়ে এসেও গুয়ার্দিওলার উপরে কর্তৃত্ব ধরে রাখলেন ফ্র্যাঙ্ক।
গত মরশুমে নভেম্বরে এতিহাদ স্টেডিয়ামে এসেই সিটিকে ৪–০ হারিয়ে ছিল টটেনহ্যাম। সেই সময়ে কোচ ছিলেন আঞ্জে পোস্তেকাগলু। এ দিন টটেনহ্যামের হয়ে গোল দুটি করেন ব্রেনান জনসন ও জোয়াও পালিনিয়া। পর্তুগিজ় ডিফেন্সিভ মিডফিল্ডার পালিনিয়াকে এ বারেই বায়ার্ন মিউনিখ থেকে লোনে এনেছে টটেনহ্যাম। সিটির বিরুদ্ধে দুর্দান্ত খেলেন তিনি। অন্য দিকে, হাল্যান্ড–মারমুশরা সহজ সুযোগও নষ্ট করেন। এই নিয়ে টটেনহ্যামের বিরুদ্ধে ১০টি ম্যাচ হারেন গুয়ার্দিওলা। যা তিনি হেরেছিলেন রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের বিরুদ্ধে।
প্রথম ম্যাচে ড্র করলেও চেলসি আবার দুর্দান্ত দ্বিতীয় ম্যাচে। ওয়েস্ট হ্যামকে তারা ৫–১ হারাল অ্যাওয়ে ম্যাচে। শুরুতে লুকাস পাকেতার গোলে পিছিয়ে পড়লেও চেলসির হয়ে গোল করেন জোয়াও পেদ্রো, পেদ্রো নেতো, এন্সো ফের্নান্দেস, মোয়জ়েস কাইসেদো এবং ট্রেভো চালোবা। ১৮ বছর বয়সে অ্যাসিস্ট করে চেলসির হয়ে নজির গড়েন ব্রাজিলিয়ান এস্তেভাও।
প্রথম গোলটি হজম করার পরেই নিজস্ব মেজাজ খুঁজে পায় ক্লাব বিশ্বকাপজয়ী চেলসি। এ দিন ওয়ার্ম–আপের সময়ে চোট লাগায় খেলতে পারেননি কোল পামার। তাতেও চেলসিকে ভোঁতা মনে হয়নি। পেদ্রো, ফের্নান্দেস, নেতোদের বোঝাপড়া ছিল দেখার মতো। এস্তেভাও নিজেও গোল করার দারুণ সুযোগ পেয়েছিলেন। যা শেষ মুহূর্তে বাঁচান ওয়েস্ট হ্যামের ডিফেন্ডাররা।