Advertisement

মেসির পায়ে লুটিয়ে পড়ল রোনালদোর আরেক রেকর্ড

যুগান্তর

প্রকাশ: ২৮ জুলাই, ২০২৫

ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামিকে বড় এক জয় এনে দিয়েছেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। তার জোড়া গোল আর সমান অ্যাসিস্টে নিউইয়র্ক রেড বুলসকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে মায়ামি।

ম্যাচে একাধিক রেকর্ড গড়েছেন মেসি। এর মধ্যে পেশাদার ফুটবলে পেনাল্টি বাদে সর্বোচ্চ গোলের রেকর্ডে ছাড়িয়ে গেছেন চিরপ্রতিদ্বন্দ্বী পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে।

নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ম্যাচে নিজের দ্বিতীয় গোল দিয়েই নন-পেনাল্টিতে রোনালদোর রেকর্ড গুঁড়িয়ে দেন মেসি। এতদিন পেনাল্টি ছাড়া সর্বোচ্চ ৭৬৩ গোলের রেকর্ডটি ছিল পর্তুগিজ তারকার অধীনে। আজকের জোড়া গোলে রোনালদোকে ছাড়িয়ে মেসির নন-পেনাল্টি গোল ৭৬৪টিতে পৌঁছে গেল।


যদিও সবমিলিয়ে সৌদি ক্লাব আল নাসরের এই তারকা ফরোয়ার্ডই এখনও শীর্ষে (৯৩৮ গোল)। অবশ্য দুজনের ক্যারিয়ার চলমান থাকায় বারবারই রেকর্ডটির হাতবদল হতে পারে। তবে পর্তুগিজ তারকার চেয়ে ১৬৭ ম্যাচ কম খেলেই নন-পেনাল্টি গোলের হিসাবে তাকে ছাড়িয়ে যাওয়ায় প্রশংসায় ভাসছেন মেসি। সবমিলিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের গোলসংখ্যা এখন ৮৭৪।

এ ছাড়া এমএলএসের ইতিহাসে পঞ্চম ফুটবলার হিসেবে দুই বছরে কমপক্ষে ৩৫টি গোল ও ২৫ অ্যাসিস্টের রেকর্ডও গড়েছেন মেসি। এই তালিকায় মেসির সঙ্গী হিসেবে আছেন রবি কিন (২০১৩-১৪), সেবাস্তিয়ান গিওভিনকো (২০১৫-১৬), কার্লোস ভেলা (২০১৮-১৯) ও কুচো হার্নান্দেজ (২০২৩-২৪)।

Lading . . .