Advertisement

একযুগ পর যুক্তরাষ্ট্রে ফিরবেন রোনালদো?

চ্যানেল আই

প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

শেষবার ২০১৪ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের মাটিতে খেলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদের জার্সিতে মুখোমুখি হয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের। এবার যুক্তরাষ্ট্র সকার ফেডারেশনের জানিয়েছে, আগামী মার্চে পর্তুগালের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে দেশটি। সবকিছু ঠিক থাকলে এক যুগেরও বেশি সময় যুক্তরাষ্ট্রের মাটিতে খেলবেন পর্তুগিজ মহাতারকা।

ইউরোপের সংবাদমাধ্যমে খবর, তিন দেশ নিয়ে আয়োজিত ২০২৬ বিশ্বকাপের আগে মার্চে হতে চলা প্রীতি ম্যাচটির ভেন্যু হিসেবে বেছে নেয়া হয়েছে আটালান্টার মার্সেডিজ-বেঞ্জ স্টেডিয়াম।

ভেন্যুটি মেজর লিগ সকারে আটালান্টা ইউনাইটেড এফসি ও এনএফএলের আটালান্টা ফ্যালকনের ঘরের মাঠ। যেখানে হবে বিশ্বকাপের আটটি ম্যাচ।

সবশেষ ২০১৭ সালে পর্তুগালের মুখোমুখি হয়েছিল যুক্তরাষ্ট্র। পর্তুগালের মাটিতে হওয়া ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। আর যুক্তরাষ্ট্রের মিশিগানে খেলা ম্যাচটি সেদিন রেড ডেভিলদের বিপক্ষে ৩-১তে হেরেছিল রিয়াল।

Lading . . .