Advertisement

পর্তুগিজ ফুটবলার দিয়োগো জোটা সড়ক দুর্ঘটনায় নিহত

নয়াদিগন্ত

প্রকাশ: ৪ জুলাই, ২০২৫

পর্তুগিজ ফুটবলার দিয়োগো জোটা |সংগৃহীত
পর্তুগিজ ফুটবলার দিয়োগো জোটা |সংগৃহীত

স্পেনের জামোরায় এক সড়ক দুর্ঘটনায় পর্তুগিজ ফুটবলার দিয়োগো জোটা নিহত হয়েছেন। বিবিসিকে এই তথ্য নিশ্চিত করেছে স্পেনের আইন প্রয়োগকারী সংস্থা গার্ডিয়া সিভিল।

এ দুর্ঘটনায় তার ভাই আন্দ্রে ফেলিপেরও মৃত্যু হয়েছে। বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় টায়ার ফেটে যাওয়ায় ল্যাম্বোরগিনি গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে আগুন ধরে যায়।

দিয়োগো জোটার বিয়ের দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে প্রাণহানির ঘটনাটি ঘটল। দীর্ঘদিনের সঙ্গী রুট কার্ডোসোকে গত ২২ জুন বিয়ে করেন তিনি। এই দম্পতির তিনটি সন্তান রয়েছে।

আরও পড়ুন

Lading . . .