প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

জাতীয় ফুটবল দলের ম্যাচের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ স্থগিত থাকে। এ নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয় ফুটবলাঙ্গনে। আসন্ন অক্টোবর ও নভেম্বর ফিফা উইন্ডোর জন্যও বিশ দিনের বিরতিতে পড়তে যাচ্ছে ঘরোয়া ফুটবল প্রতিযোগিতা।
১৫ সেপ্টেম্বর চ্যালেঞ্জ কাপ দিয়ে মাঠে গড়াবে ২০২৫-২৬ ফুটবল মৌসুম। ১৯ সেপ্টেম্বর লিগ ও ২৩ সেপ্টেম্বর ফেডারেশন কাপ শুরু। গত দুই মৌসুমের মতো এবারও শুক্র-শনি লিগের ম্যাচ এবং মঙ্গলবার ফেডারেশন কাপ। এই আঙ্গিকেই চলবে মৌসুম। প্রথম পর্বের দুই রাউন্ড পরই লিগ স্থগিত হবে। ২৭ সেপ্টেম্বর দ্বিতীয় রাউন্ডের পর জাতীয় দলের অক্টোবর উইন্ডোর জন্য বিরতি থাকবে। ৯ অক্টোবর ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। পাঁচ দিন পর ১৪ অক্টোবর হংকংয়ে ফিরতি লেগের ম্যাচ।
২০ দিন বিরতির পর ১৮/১৯ অক্টোবর লিগ শুরু হয়ে আবার বিরতি। কারণ ২৫ অক্টোবর-১ নভেম্বর কুয়েতে বসুন্ধরা কিংসের এএফসি চ্যালেঞ্জ লিগ। বসুন্ধরা কিংস দেশে ফেরার পরই আবার জাতীয় দলের এশিয়ান কাপের প্রস্তুতি। ১৮ নভেম্বর ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। তৃতীয় রাউন্ড থেকে ২১ নভেম্বর চতুর্থ রাউন্ড শুরু হতে তিন সপ্তাহের বিরতি থাকবে লিগ। চতুর্থ রাউন্ডের পর মধ্যবর্তী দলবদল পর্যন্ত আর কোনো বিরতি নেই। এক টানা খেলা চলবে।
আজ লিগ কমিটির সভায় আসন্ন লিগের খসড়া সূচি নিয়ে এমনটাই আলোচনা হয়েছে। কমিটির একাধিক সদস্য এই সূচির বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ক্লাবগুলোকে আমন্ত্রণ জানিয়ে ফেডারেশন কাপের ড্র ও লিগের ফিকশ্চার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে বাফুফের লিগ কমিটি।
আজকের সভায় ভেন্যু নিয়েও আলোচনা হয়েছে। ফকিরেরপুল ও আরামবাগ ভেন্যু হিসেবে মানিকগঞ্জকে চায়। পুলিশের চাওয়া গাজীপুর আর ঢাকা মোহামেডানের জাতীয় স্টেডিয়াম। এ নিয়ে ফেডারেশন এখনো কোনো সিদ্ধান্ত আসতে পারেনি। লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরি বলেছেন, ‘ক্লাব ও ফেডারেশনের কর্মকর্তারা মানিকগঞ্জ সরেজমিনে পরিদর্শনের পর রিপোর্টের ভিত্তিতে চূড়ান্ত হবে।’
আরও পড়ুন
১২ সেপ্টেম্বর চ্যালেঞ্জ কাপ দিয়ে ২০২৫-২৬ ফুটবল মৌসুম শুরু হওয়ার কথা থাকলেও সেটা তিন দিন পিছিয়ে শুরু হবে। লিগ চ্যাম্পিয়ন মোহামেডান ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের মধ্যে এই ম্যাচ হবে। নিয়মানুযায়ী লিগ চ্যাম্পিয়ন ক্লাবের ভেন্যুতে ম্যাচ হবে।
এই ম্যাচ নিয়ে জাকির হোসেন বলেন, ‘জাতীয় দল ৯ সেপ্টেম্বর কাঠমান্ডু ম্যাচ খেলে পরের দিন ফিরবে। ৪৮ ঘন্টার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলা কঠিন। কোচের পক্ষ থেকেও অনুরোধ ছিল খেলা পেছানোর। সব কিছু মিলিয়ে ১৫ সেপ্টেম্বর ম্যাচের দিন ধার্য হয়েছে। মোহামেডানকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে ভেন্যুর ব্যাপারে জানাতে বলা হবে। মোহামেডান যে ভেন্যু বলবে ফেডারেশন সেখানেই চ্যালেঞ্জ কাপ আয়োজন করবে।’
এজেড/এএল