প্রকাশ: ৯ জুলাই, ২০২৫

স্পেনে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন পর্তুগাল জাতীয় দলের স্ট্রাইকার ডিয়েগো জোতা ও দেশটির দ্বিতীয় সারির লিগে খেলা তার ভাই আন্দ্রেস সিলভা। একসাথে দুই ভাইয়ের মৃত্যুতে শোক নেমে এসেছে ফুটবলবিশ্বে। শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করে সংস্থাটি।
বাংলাদেশ ফুটবলের কর্তাসংস্থাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন পর্তুগীজ জাতীয় দল ও লিভারপুলের ফরোয়ার্ড ডিয়েগো জোতা এবং তার ভাই আন্দ্রের মর্মান্তিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত।’
‘এই অবিশ্বাস্য কঠিন সময়ে তাদের পরিবার, বন্ধুবান্ধব এবং বিশ্বব্যাপী ফুটবল সম্প্রদায়ের প্রতি আমাদের গভীর সমবেদনা।’
বৃহস্পতিবার ভোরে স্পেনের জামেরা প্রদেশে প্যালাসিওস ডি সানাব্রিয়া শহরের কাছে এ-৫২ হাইওয়ের ৬৫ কিলোমিটারে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, তাদের গাড়িতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই মারা যান দুভাই।