Advertisement

ISL নিয়ে টালবাহানার মধ্যেই সুখবর, FIFA র‍্যাঙ্কিংয়ে বড় লাফ ভারতের

এই সময়

প্রকাশ: ৮ আগস্ট, ২০২৫

FIFA র‍্যাঙ্কিংয়ে বড় লাফ ভারতের,Ei Samay
FIFA র‍্যাঙ্কিংয়ে বড় লাফ ভারতের,Ei Samay

ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে। FIFA র‍্যাঙ্কিংয়ে ক্রমশ অবনতি হচ্ছে পুরুষদের জাতীয় ফুটবল দলের। আন্তর্জাতিক মঞ্চে একের পরে এক সহজ ম্যাচে হারছেন সুনীল ছেত্রী, লিস্টন কোলাসোরা। তবে আশার আলো দেখালেন মেয়েরা। গ্রুপ পর্বে শীর্ষে থেকে AFC এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করেছে ভারতের মহিলা ফুটবল দল। সেটার পুরস্কার পেলেন এ বার। ফিফা র‍্যাঙ্কিংয়ে সাত ধাপ উন্নতি হলো মেয়েদের ফুটবল দলের। এই মুহূর্তে ৬৩ নম্বরে রয়েছে তারা।

এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে প্রায় প্রতিটা ম্যাচেই বড় জয় পেয়েছে ভারত। মঙ্গোলিয়াকে হারিয়েছে ১৩-০ গোলে। ইরাকের বিরুদ্ধে জিতেছে ৫-০ গোলে। টিমর-লেস্তেকে হারিয়েছে ৪-০ গোলে। তবে র‍্যাঙ্কিংয়ে এতটা উন্নতি হয়েছে থাইল্যান্ডকে হারানোয়। এই ম্যাচটা কার্যত পরিণত হয়েছিল নক আউটে। কারণ গ্রুপে তখন দুই দলেরই পয়েন্ট সমান ছিল।

A post shared by Indian Football (@indianfootball)

ভারতের থেকে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে ছিল থাইল্যান্ড। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের হয়ে জ্বলে ওঠেন সঙ্গীতা বাসফোর। জোড়া গোল করেন তিনি। ফলে কঠিন ম্যাচেও ২-১ গোলে জেতে ভারত। তাই একেবারে সাত ধাপ এগিয়ে পৌঁছেছে ৬৩ নম্বরে। শেষ দু’বছরে এটাই সবচেয়ে ভালো র‍্যাঙ্কিং ভারতের। এর আগে ২০২৩ সালের ২১ অগস্ট র‍্যাঙ্কিংয়ে ৬১ নম্বরে পৌঁছেছিল ভারতের মেয়েরা।

A post shared by Indian Football (@indianfootball)

অনূর্ধ্ব-১৭ AFC এশিয়ান কাপে কোন গ্রুপে ভারতের পুরুষ দল?

অন্য দিকে নভেম্বরে আমেদাবাদে বসবে অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের আসর। এই পর্বের খেলার জন্য গ্রুপবিন্যাস হয়ে গেল ৭ অগস্ট। D গ্রুপে জায়গা পেয়েছে ভারত। এই গ্রুপে রয়েছে ইরান, প্যালেস্তাইন, চাইনিজ় তাইপেই এবং লেবানন। প্রকাশ্যে এসেছে ভারতের ম্যাচের সূচিও।

প্যালেস্তাইন বনাম ভারত (২২ নভেম্বর)

ভারত বনাম চাইনিজ় তাইপেই (২৬ নভেম্বর)

ভারত বনাম লেবানন (২৮ নভেম্বর)

ইরান বনাম ভারত (৩০ নভেম্বর)

প্রতিটা ম্যাচই খেলা হবে আমেদাবাদের EKA এরিনাতে।

Lading . . .