Advertisement

জোড়া লালকার্ডের ম্যাচে মায়ামির জয়, মেসির চোট

নয়াদিগন্ত

প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫

লিওনেল মেসি |ইন্টারনেট
লিওনেল মেসি |ইন্টারনেট

মেসিকে নিয়েই মাঠে নেমেছিল ইন্টার মায়ামি, তবে অধিকাংশ সময় খেলতে হয়েছে তাকে ছাড়াই। চোট পেয়ে মাত্র ১১ মিনিটে মাঠ ছাড়েন তিনি, যার প্রভাব পড়ে দলেও। যদিও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে তারা।

লিগস কাপে টানা দ্বিতীয় জয় পেয়েছে ইন্টার মায়ামি। রোববার সকালে মেক্সিকান ক্লাব নেকাসার বিপক্ষে নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে সমতায় থাকার পর টাইব্রেকারে ৫-৪ গোলে জিতেছে মায়ামি।

এই ম্যাচে দু’বার লাল কার্ডে বের করেছেন রেফারি। যার ফলে দু’দলকেই খেলা শেষ করতে হয়েছে ১০ জনের দল নিয়ে। মাত্র ১৭ মিনিটের মাথায় ম্যাক্সিমিলানো ফ্যালকন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

যদিও তার আগেই মিয়ামি এগিয়ে ছিল ১-০ ব্যবধানে। ১২ মিনিটে ম্যাচের প্রথম গোল করেন মিয়ামির তেলাসকো সেগোভিয়া।

১০ জনের দল নিয়ে চাপে থাকা মায়ামি লিড হারায় ৩৩ মিনিটে। থমাস বাদালোনির গোলে ম্যাচে সমতা ফেরায় নেকাসা। ১-১ সমতাতেই শেষ হয় প্রথমার্ধের খেলা।

Miami

বিরতির পর ৬০ মিনিটে নেকাসার ক্রিস্টিয়ান ক্যালদেরন লালকার্ড দেখলে খেলোয়াড় সংখ্যার দিক থেকেও সমতা আসে ম্যাচে! দু’দল পরিনত হয় ১০ জনে।

৮১ মিনিটে মায়ামিকে হতবাক করে আবারো এগিয়ে যায় নেকসা। গোল করেন রিকার্ডো মনরিয়েল। এরপর তারা যখন জয়ের অপেক্ষায় তখনই দারুণ এক গোলে মায়ামিকে ম্যাচে ফেরান জর্দি আলবা।

যোগ করা সময়ে প্রথম মিনিটে আলবার এই গোলই ম্যাচ নিয়ে যায় টাইব্রেকারে। যেখানে নিজেদের মায়ামির ৫ খেলোয়াড়ের প্রত্যেকে গোল করলেও নেকাসার হয়ে গোল মিস করেন থমাস বাদালোনিনি।

তাতেই ৫-৪ গোলে জিতে যায় মায়ামি। পেয়ে যায় লিগস কাপে টানা দ্বিতীয় জয়। লিগস কাপে ইন্টার মায়ামির পরের ম্যাচ বৃহস্পতিবার পুমাসের বিপক্ষে।

Lading . . .