Advertisement

চার না পাঁচ? AFC-এর ম্যাচে বিদেশি নিয়ে ধোঁয়াশা মলিনার, দিমি হয়তো পরে নামবেন

এই সময়

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫

মোহনবাগান এসজি-র অনুশীলন।
মোহনবাগান এসজি-র অনুশীলন।

AFC Champions League Two-র প্রথম ম্যাচে বড় জয়— সেই লক্ষ্যেই কোমর বেঁধে নেমেছে মোহনবাগান। প্রস্তুতি চলছে জোরকদমে। আক্রমণভাগে জোর দিয়েছেন কোচ হোসে মোলিনা। জেমি ম্যাকলারেন ও জেসন কামিন্সকে সামনে রেখে সাজানো হচ্ছে আক্রমণের ছক। একটু পিছন থেকে রবসনের ভূমিকা হতে পারে ‘শ্যাডো স্ট্রাইকার’-এর মতো। সেই অনুযায়ীই চলছে অনুশীলন।

রবসন এখন দুর্দান্ত ছন্দে। বল পায়ে পেয়েই, তাঁর গতি বাড়ানোর কৌশল দলের জন্য বড় প্লাস পয়েন্ট হতে পারে। শারীরিক সক্ষমতাও চোখে পড়ার মতো— রক্ষণভাগ ভেঙে উঠে আসতে তিনি সিদ্ধহস্ত। অনুশীলনে তাঁর পারফরম্যান্সে মুগ্ধ কোচিং স্টাফ।

Mohun Bagan start their campaign against Ahal FC on

তবে প্রতিপক্ষ আহল এফসি-র বিরুদ্ধে ক’জন বিদেশিকে নামানো হবে, তা নিয়ে এখনও ধোঁয়াশা রেখেছেন বাগানের স্প্যানিশ কোচ। চার না পাঁচ— এই সংখ্যাতেই চলছে চুলচেরা বিশ্লেষণ। সূত্রের খবর, পাঁচ বিদেশি খেলানোর সম্ভাবনাই বেশি। সে ক্ষেত্রে দিমিত্রি পেত্রাতোসকে হয়তো ম্যাচের পরের দিকে নামানো হতে পারে, কারণ তিনি এখনও সে ভাবে ছন্দে ফিরতে পারেননি।

অজানা শক্তি তুর্কমেনিস্তানের আহল এফসি প্লে-অফে জিতে জায়গা করে নিয়েছে গ্রুপ পর্বে। তাদের দলে কোনও বিদেশি নেই। মার্চে শেষ ম্যাচ খেলেছে তারা। দীর্ঘ বিরতির পর মাঠে নামা এই দল কতটা প্রস্তুত, তা সময়ই বলবে। তবে মোলিনার লক্ষ্য স্পষ্ট— বড় ব্যবধানে জয়, যাতে গোলপার্থক্যে এগিয়ে থাকা যায়।

Mohun Bagan start their campaign against Ahal FC on

শুক্রবার গভীর রাতেই শহরে এসে পড়েছে আহল। কলকাতার আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে আগেভাগেই চলে এসেছে দলটি। এখানকার আর্দ্রতা নিয়ে চিন্তায় তাদের কোচ। এই গ্রুপে মোহনবাগান ও আহলের সঙ্গে রয়েছে ইরানের সেপাহান এবং জর্ডনের আল হুসেইন— দুই দলই বেশ শক্তিশালী। তাই আহলের বিরুদ্ধে বড় জয় দিয়েই অভিযান শুরু করতে চাইছেন মোলিনা, যাতে পরবর্তী ম্যাচগুলিতে চাপ কিছুটা কম থাকে।

Lading . . .