Advertisement

মেসি সরতেই হার আর্জেন্তিনার, ব্রাজ়িলকে হারিয়ে বিশ্বকাপ খেলার দৌড়ে বলিভিয়া

এই সময়

প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

মেসি সরতেই হার আর্জেন্তিনার, ব্রাজ়িলকে হারিয়ে বিশ্বকাপ খেলার দৌড়ে বলিভিয়া,Ei Samay,
মেসি সরতেই হার আর্জেন্তিনার, ব্রাজ়িলকে হারিয়ে বিশ্বকাপ খেলার দৌড়ে বলিভিয়া,Ei Samay,

দেশের মাটিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন লিওনেল মেসি। ‘ওয়ান লাস্ট ড্যান্স’ নিয়ে আবেগে মেতেছিল গোটা ফুটবলবিশ্ব। মেসি আগেই জানিয়েছিলেন ইকুয়েডরের বিরুদ্ধে খেলবেন না তিনি। আর এখনও যে দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ লিওনেল মেসি, সেটার প্রমাণ পাওয়া গেল এই ম্যাচে। ইকুয়েডরের বিরুদ্ধে ০-১ গোলে হেরে গেল আর্জেন্তিনা। পেনাল্টি থেকে একমাত্র গোল এনার বালেন্সিয়ার। অন্য একটি ম্যাচে হেরে গিয়েছে ব্রাজ়িল। ১-০ গোলে জিতে বিশ্বকাপের খেলার দিকে এক ধাপ এগোল বলিভিয়া। শেষবার ১৯৯৪ সালে ফিফা বিশ্বকাপে খেলেছিল তারা।

আর্জেন্তিনা বনাম ইকুয়েডর ম্যাচ

আগেই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল আর্জেন্তিনা। তবে লাতিন আমেরিকার দেশগুলির মধ্যে বরাবরই কঠিন প্রতিপক্ষ ইকুয়েডর। সেটার প্রমাণ পাওয়া গেল এই ম্যাচে। শুরু থেকেই ফিজ়িক্যাল ফুটবল খেলতে থাকে ইকুয়েডর। বেশ কয়েকবার ভাঙন ধরায় আর্জেন্তিনার ডিফেন্সেও।

৩০ মিনিটের মাথায় ফাঁকায় বল পেয়ে আক্রমণে উঠছিলেন ইকুয়েডরের ক্যাপ্টেন এনার বালেন্সিয়া। তাঁকে পিছন থেকে ধাক্কা মেরে ফেলে দেন নিকোলাস ওতামেন্দি। সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

RED CARD to OTAMENDI. 🟥🔥

#Ecuador 🇪🇨 WorldCupQualifiers #Argentina 🇦🇷 pic.twitter.com/srSGqDq9OP

প্রথমার্ধে আরও কয়েকবার ঝামেলায় জড়ান রদ্রিগো দে পল, পারেদেসরা। ৬ মিনিট অতিরিক্ত সময় দেন রেফারি। বক্সে আর্জেন্টিনার ডিফেন্ডার ট্যাগলিয়াফিকো ফাউল করায় শেষ মুহূর্তে পেনাল্টি পায় ইকুয়েডর। স্পটকিক থেকে গোল করে ইকুয়েডরকে এগিয়ে দেন এনার বালেন্সিয়া।

Enner Valencia's goal is the difference as Ecuador defeats Argentina in their last qualifying match 🇪🇨 #FIFAWorldCup pic.twitter.com/5dZBlvSdoc

দ্বিতীয়ার্ধেও একাধিকবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল ম্যাচে। ৫০ মিনিটের মাথায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে বেরিয়ে যান ইকুয়েডর ও চেলসির তারকা ফুটবলার মোয়েসেস কাইসেদো। এর পরে লাউতারো মার্তিনেজ, ম্যাক অ্যালিস্টার, আলবারেসরা চেষ্টা করলেও সমতা ফেরাতে পারেনি আর্জেন্তিনা। উল্লেখ্য, মেসি না থাকায় ১০ নম্বর জার্সি পরে খেলেছিলেন মাস্তানতুয়োনো।

😳🚨 Brazil loses to Bolivia for the 1st time since 2009, and it is the 2nd time in its history that it has lost to Bolivia without scoring a single goal. pic.twitter.com/1X1tVjOxzf

বলিভিয়ার কাছে হার ব্রাজ়িলের

বিশ্বকাপের বাছাই পর্বের আরও একটি ম্যাচে হেরে গিয়েছে ব্রাজ়িল। কোচ কার্লো আন্সেলোত্তির অধীনে এটিই প্রথম হার তাদের। ভিনিসিয়াস, রদ্রিগোদের মতো তারকা ফুটবলাররা ছিলেন বিশ্রামে। তবে রাফিনিয়া, এস্তেভাও, রিচার্লিসনরা জয় এনে দিতে পারেননি দলকে। বরং দুরন্ত পারফর্ম করেন গোলকিপার আলিসন। তিনি না থাকলে আরও বড় ব্যবধানে হারত ব্রাজ়িলকে। গোটা ম্যাচে ২৩টা শট নেয় বলিভিয়া, তার মধ্যে ১০টা ছিল গোলে।

🇧🇴 Bolivia books their ticket to the FIFA Play-Off Tournament! #FIFAWorldCup pic.twitter.com/Lt2qhiqNmt

প্রথমার্ধ শেষের আগে পেনাল্টি থেকে বলিভিয়ার হয়ে একমাত্র গোলটি করেন মিগুয়েল তেকেরোস। এই ম্যাচ জেতায় বিশ্বকাপে খেলার সুযোগ বলিভিয়ার সামনে। ইন্টার-কন্টিনেন্টাল জোনের প্লে-অফে খেলবে তারা। ৩১ বছর পরে বিশ্বকাপে খেলতে পারে বলিভিয়া।

Lading . . .