Advertisement

নেপালকে আজ রুখলেই শিরোপা বাংলাদেশের

যুগান্তর

প্রকাশ: ২৮ জুলাই, ২০২৫

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে আজ ফয়সালা হতে পারে শিরোপার। ছবি: বাফুফে
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে আজ ফয়সালা হতে পারে শিরোপার। ছবি: বাফুফে

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা প্রত্যাশী স্বাগতিক বাংলাদেশ। ট্রফি নিয়ে হিমালয়ের পাদদেশে যেতে প্রতিশ্রুতিবদ্ধ নেপালের মেয়েরাও। অভিন্ন স্বপ্ন পূরণ করতে দুদলকে মেলাতে হবে দুরকম সমীকরণ। নেপালকে জিততেই হবে।

ড্র করলেই শিরোপা উল্লাস করতে পারবে বাংলাদেশ। আজ দুদলের সেই অঘোষিত ফাইনাল। সন্ধ্যা ৭টায় কিংস অ্যারেনায় শুরু হবে ম্যাচটি। টি স্পোর্টস সরাসরি খেলা সম্প্রচার করবে।

টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। সোনালি ট্রফি রেখে দেওয়ার প্রত্যয়ে এবারের আসরে মাঠে নেমেছেন আফঈদা খন্দকাররা। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেললেও শুধু হিমালয়কন্যাদের সঙ্গেই কষ্টার্জিত জয় পেতে হয়েছে বাংলাদেশকে।

এবারের আসরে চার দল বলেই ডাবল লিগ পদ্ধতিতে খেলা হচ্ছে। প্রত্যেক দল প্রত্যেকের সঙ্গে দুবার করে খেলছে। প্রথম লেগে নেপালের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ৩-২ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।

স্বাগতিকদের কাছে হারলেও জয় নিয়েই মাঠ ছাড়তে ভুটান ও শ্রীলংকাকে গোলবন্যায় ভাসিয়েছে হিমালয়কন্যারা। তাই গোল পার্থক্যে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে তারা। পাঁচ ম্যাচের সবকটি জিতে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে স্বাগতিকরা।

এক ম্যাচ হারায় ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেপাল। আজ জিতলেই গোল পার্থক্যে শিরোপা চলে যাবে হিমালয়ের দেশে। কারণ বাংলাদেশের যেখানে +২০, সেখানে নেপালের গোল পার্থক্য +২৬।

বাংলাদেশের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারেন নেপালের পূর্ণিমা রাই ও মিনা দেউবা। দুই হ্যাটট্রিকসহ ১০ গোল করে পূর্ণিমা সবাইকে ছাড়িয়ে শীর্ষে রয়েছেন।

Lading . . .