Advertisement

কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি

দৈনিক সংগ্রাম

প্রকাশ: ৪ জুলাই, ২০২৫

24obnd

বরুসিয়া ডর্টমুন্ড ও মন্তেরইয়ের মধ্যে ম্যাচ দিয়ে গতকাল শেষ হলো ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই। এ ম্যাচে মন্তেরইকে ২-১ গোলে হারিয়ে শেষ দল হিসেবে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে জার্মান ক্লাব ডর্টমুন্ড। যারা শেষ আটে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের। আগামী শনিবার রাত ২টায় শেষ আটে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদে-ডর্টমুন্ড। গতকাল বুধবার শেষ হওয়া নকআউট পর্বের প্রথম ধাপে একাধিক অঘটনসহ দেখা মিলেছে বেশ কিছু নাটকীয় ঘটনার। শেষ ষোলোয় সবচেয়ে বড় অঘটন ছিল আল হিলালের কাছে ম্যানচেস্টার সিটি ও ফ্লুমিনেন্সের কাছে ইন্টার মিলানের হার। ফলে শেষ আটে ইউরোপ থেকে টিকে রইল পাঁচটি দল। রিয়াল ও ডর্টমুন্ড ছাড়া টিকে থাকা অন্য তিন দল হলো পিএসজি, বায়ার্ন মিউনিখ ও চেলসি। ক্লাব বিশ্বকাপের অন্যতম চমক ছিল ব্রাজিলিয়ান ক্লাবগুলোর পারফরম্যান্স। টুর্নামেন্টে অংশ নেয়া চারটি ক্লাবের চারটিই উঠে এসেছিল শেষ ষোলোয়। এখান থেকে বাড়ি ফিরে গেছে দুটি ক্লাব। বোতাফোগো ও ফ্ল্যামেঙ্গো কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে। তবে দক্ষিণ আমেরিকার প্রতিনিধি হিসেবে টিকে আছে পালমেইরাস ও ফ্লুমিনেন্স। একমাত্র এশিয়ান দল হিসেবে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে টিকে আছে আল হিলাল।

আরও পড়ুন

Lading . . .