৯ দিন হাতে রেখেই প্রিমিয়ার লিগে দলবদলের রেকর্ড
প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫

গ্রীষ্মকালীন দলবদল শেষ হতে বাকি আরও নয়দিন। তার আগেই নতুন রেকর্ড হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে।
খেলোয়াড় কিনতে রেকর্ড ২.৩৭ বিলিয়ন পাউন্ড খরচ করেছে ইংলিশ ক্লাবগুলো। ২০২৩ সালের ২.৩৬ বিলিয়ন পাউন্ডের রেকর্ড ভেঙেছে এ মৌসুমে। শেষ নয়দিনে এই অঙ্ক কোথায় গিয়ে দাঁড়ায় সেটিই এখন দেখার অপেক্ষা।
সুইস স্ট্রাইকার নোয়াহ ওকাফোরকে এসি মিলান থেকে ১৮ মিলিয়ন পাউন্ডে দলে ভিড়িয়েছে লিডস ইউনাইটেড। এই দলবদলের মাধ্যমেই নতুন ইতিহাস রচিত হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে।
লিভারপুলের একক আধিপত্যে শেষ হয় ইপিএলের গত মৌসুম। এরপরই শক্তিশালী দল গঠনে উঠেপড়ে নামে ক্লাবগুলো।
২০২৩ সালে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা এনজো ফার্নান্দেজকে ব্রিটিশ রেকর্ড ১০৭ মিলিয়ন পাউন্ডে দলে ভিড়িয়েছিল চেলসি। সেবার দলবদলের বাজারে রেকর্ড ২.৩৬ বিলিয়ন পাউন্ড খরচ করেছিল ইপিএলের ক্লাবগুলো।
ভেঙেছিল আগের মৌসুমের ১.৯২ বিলিয়ন পাউন্ডের রেকর্ড। এরপর ২০২৪ গ্রীষ্মকালীন দলবদলে ইংলিশ ক্লাবগুলো খরচ করেছিল ১.৯৮ বিলিয়ন পাউন্ড।
আরও পড়ুন